আরজি করের নির্যাতিতা ও তাঁর পরিবারের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারেরা টানা আন্দোলন চালিয়ে গিয়েছেন। সঙ্গে ছিল হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তার দাবি। তাঁদের সেই আন্দোলনে শামিল হয়েছিলেন সাধারণ মানুষও। প্রত্যক্ষ রাজনীতির বাইরে গিয়ে দৃশ্যত এক নাগরিক আন্দোলনের চেহারা নিয়েছিল আন্দোলন। তবে সেই আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রশ্ন তুলেছেন, “এত নাটক করে কী লাভ হল?” দিলীপের ওই মন্তব্যের পাল্টা দিলেন জুনিয়র ডাক্তারেরাও। এই আন্দোলনে সাধারণ মানুষের আন্দোলন হিসাবেই ব্যাখ্যা করছেন তাঁরা। নাম না করে বিজেপি নেতাকে তাঁদের প্রশ্ন, রাজনীতিক হওয়ার সুবাদে এবং সেই ক্ষমতাবলে দিলীপ কী পদক্ষেপ করেছেন নির্যাতিতার বিচারের জন্য?