খিচুড়ি নাকি পোলাও? লাবড়া নাকি আলুর দম? পায়েস নাকি সন্দেশ? ‘পুজোর সেরা ভোগ’-এর লড়াইয়ে কোন আবাসনের ভোগের স্বাদ মন মাতাবে বিচারকদের? পাখির চোখ সেই দিকেই। কারণ ‘সেরা ভোগের’ লড়াই যখন আবাসনে, তখন কে বসবে সিংহাসনে? সব আপডেট জানতে নজরে রাখুন ডক্টরস্ চয়েজ় ‘পুজোর সেরা ভোগ’-এর পাতায়।
Cadbury Celebrations নিবেদিত আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীন ২০২৪-এ যোগদানের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২৪।
আপনার পুজোকে রেজিস্টার করার সময় ফুরোচ্ছে শিগগির। তাই একটু পা চালিয়ে।