খিচুড়ি নাকি পোলাও? লাবড়া নাকি আলুর দম? পায়েস নাকি সন্দেশ? ‘পুজোর সেরা ভোগ’-এর লড়াইয়ে কোন আবাসনের ভোগের স্বাদ মন মাতাবে বিচারকদের? পাখির চোখ সেই দিকেই। কারণ ‘সেরা ভোগের’ লড়াই যখন আবাসনে, তখন কে বসবে সিংহাসনে? সব আপডেট জানতে নজরে রাখুন ডক্টরস্ চয়েজ় ‘পুজোর সেরা ভোগ’-এর পাতায়।

রেজিস্টার করুন

Cadbury Celebrations নিবেদিত আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীন ২০২৪-এ যোগদানের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২৪

আপনার পুজোকে রেজিস্টার করার সময় ফুরোচ্ছে শিগগির। তাই একটু পা চালিয়ে।

সেরা ভোগে
বিচারক স্বাদ এবং উপস্থাপনের নিরিখে সেরা পুজোর ভোগ
পুরস্কারের অর্থ
২০,০০০
  • উত্তরের পুজোর সেরা ভোগ
    Pujo Committee Name Desktop Jeet
    Pujo Committee Name Desktop Jeet
  • দক্ষিণের পুজোর সেরা ভোগ
    Pujo committee mobile jeet
    Pujo committee mobile jeet
শর্তাবলি
  1. শুধুমাত্র কলকাতা এবং সল্টলেক সংলগ্ন অ্যাপার্টমেন্ট, হাউজ়িং সোসাইটি এবং ক্লাবগুলিই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  2. প্রত্যেক প্রতিযোগীকে অনলাইনে ‘আবাসনের সিংহাসনে’র রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  3. ‘আবাসনের সিংহাসনে’ বিভাগের সেরা ২০টি পুজোই ‘পুজোর সেরা ভোগ’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
  4. জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিচারকদের সিদ্ধান্তের পরে কোনও অনুরোধ বা আপত্তিকে গ্রাহ্য করা হবে না।
  5. পুরস্কার স্বরূপ আনন্দবাজার অনলাইনের তরফে প্রত্যেক বিজেতাকে একটি সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে।
  6. প্রত্যেক অংশগ্রহণকারীদের মণ্ডপ প্রাঙ্গনের কোনও দৃশ্যমান স্থানে ‘আনন্দবাজার অনলাইন’ এবং ‘টেলিগ্রাফ অনলাইন’-এর ব্র্যান্ডিং প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা যেন মণ্ডপ পরিদর্শনের সময় বিচারকগণ দেখতে পান।
  7. ব্র্যান্ডিংয়ের জন্য যাবতীয় সামগ্রী আমরা ক্লাব ও সোসাইটিদের প্রদান করব।
  8. পুজো কমিটির তরফে এক বার ফর্ম পূরণের পরে যদি কোনও তথ্য ভুল প্রদান করা , এবং তা যদি সংশোধন করতে হয়, তা হলে বিষয়টি আনন্দবাজার অনলাইন-এর অভ্যন্তরীণ দলকে জানাতে হবে এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  9. বিশদে জানতে চোখ রাখুন www.anandabazar.com/ananda-utsav-এ।