ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার ভোররাত থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু চলছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে আজ, মঙ্গলবার সারদিনই এমনই আবহাওয়া থাকবে। তবে আগামিকাল, বুধবার থেকেই ফের আবহাওয়ার উন্নতি হবে। কমবে বৃষ্টি।
এ দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। দুই দিনাজপুর, দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদায় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হুগলি এবং পশ্চিমের কয়েকটি জেলাতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
গত তিন দিন ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গের মানুষ। এ দিন ভোর রাত থেকে কলকাতায় বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। কয়েক ঘণ্টার বিরতির পর ফের সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। আপতাত ভাদ্রের ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। সেই সঙ্গে বৃষ্টির জেরে কলকাতার নীচু এলাকায় জলও জমতে শুরু করেছে।