কেবল রিয়া চক্রবর্তী নন, অঙ্কিতা লোখান্ডকেও ট্রোলের শিকার হতে হল। কেন? সুশান্ত অনুরাগীদের দাবি, প্রথমত, তিনি কেন এ বছর জন্মদিন পালন করছেন? দ্বিতীয়ত, সুশান্তের বন্ধু সন্দীপ সিংহকে পার্টিতে নিমন্ত্রণ করা হয়েছে কেন? তৃতীয়ত, যদি নিমন্ত্রণ করা হয়েই থাকে, তাহলে ইনস্টাগ্রামের একটি ছবিতেও তিনি নেই কেন? তাঁকে লুকনো হচ্ছে!
১৯ ডিসেম্বর ৩৬ বছরে পা দিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ১৮ তারিখ মধ্যরাতে তাঁর বর্তমান প্রেমিক ভিকি জৈন সারপ্রাইজ পার্টি দিয়ে পালন করেছেন অঙ্কিতার জন্মদিন। তার পরের দিন সন্ধ্যায়তারকাখচিত পার্টির আয়োজন করা হয় তাঁর বাড়িতে। সোনালি রঙের ড্রেসে তাঁর সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছিল।