যে কোনও প্রথম অনুভূতিরই আনন্দ অন্যরকম হয়। ব্যতিক্রম নন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। একটি বিশেষ কাজ তিনি প্রথম বার করলেন। আর সঙ্গে সঙ্গে সেই আনন্দ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
কিন্তু কী সেই নতুন কাজ? আসলে কিছুটা ‘মিউজিক্যাল’ হয়ে উঠলেন মিমি। একটি গানের সঙ্গে লিপ মিলিয়ে নিজের মতো করে অভিনয় করলেন। আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার প্রথম প্রচেষ্টা…।’
ওই নির্দিষ্ট গানের কথায় রয়েছে, ‘জ্যাদা পেয়ার হো জাতা তো ম্যায় সহ নহী পাতা’। এটা শুনে ইন্ডাস্ট্রির অনেকেই আবার মিমির ব্যক্তিগত জীবনের সঙ্গেও নাকি মিল খোঁজার চেষ্টা করছেন!
আরও পড়ুন, বোল্ড ছবি পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সানি!
কিছু দিনের মধ্যেই বিরসা দাশগুপ্তর ‘ক্রিসক্রস’ ছবিতে অনস্ক্রিন দেখা যাবে মিমিকে। সেখানে এক চিত্র সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন মিমি।