বিদায়ী প্রেসিডেন্ট তথা গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘‘ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারি নিয়ম মেনেই তা শেষ হবে।’’ দীর্ঘদিনের প্রথা মেনে আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন।
হিংসার আবহেই শেষ হল আমেরিকায় প্রেসিডেন্ট ভোটের আনুষ্ঠানিকতা পর্ব। বৃহস্পতিবার আমেরিকার কংগ্রেসের দুই কক্ষের (সেনেট এবং হাউস অফ রিপ্রেজেনটেটিভস) যৌথ অধিবেশনে নির্বাচনী জয়ের শংসাপত্র পেলেন ‘প্রেসিডেন্ট ইলেক্ট’ জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের জয়কেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আমেরিকার আইনসভা।
বিদায়ী প্রেসিডেন্ট তথা গত ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘‘ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ জানুয়ারি নিয়ম মেনেই তা শেষ হবে।’’ দীর্ঘদিনের প্রথা মেনে আগামী ২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন বাইডেন।
"I thank the doctors at the hospital for the treatment. I am absolutely fine."
— ICC (@ICC) January 7, 2021
Sourav Ganguly has been released from the hospital
Wishing him a speedy recovery! pic.twitter.com/DvVd5FsYKb
কভার শটে বার বার আউট হয়ে যাচ্ছিলেন সচিন। অস্ট্রেলিয়াও ভেবে নিয়েছিল পেয়ে গিয়েছে সচিনকে ফেরানোর রেসিপি।
কভার শটে বার বার আউট হয়ে যাচ্ছিলেন সচিন। অস্ট্রেলিয়াও ভেবে নিয়েছিল পেয়ে গিয়েছে সচিনকে ফেরানোর রেসিপি। কিন্তু সিডনিতে সেই প্রিয় কভার ড্রাইভ মারবেন না বলে ভেবে নিয়েছিলেন সচিন। যেমন ভাবা তেমনই কাজ। ৪৩৬ বলে ২৪১ রানের অপরাজিত থাকা ইনিংসে একটাও কভার শট মারেননি তিনি। ওয় বলেন, “ওকে দেখেছিলাম ১৭ বছর বয়সে পারথে সেঞ্চুরি করতে। বুঝেছিলাম ছেলেটা অন্যদের থেকে আলাদা।” সিডনির সেই ইনিংস নিয়ে ওয় বলেন, “ভেবেছিলাম ওকে আউট করার উপায় পেয়ে গিয়েছি। স্ট্র্যাটেজি অনুযায়ী কয়েক বার আউট করতে পেরে ভেবেই নিয়েছিলাম সিডনিতেও একই উপায় পাওয়া যাবে ওর উইকেট। কিন্তু ও একবারও কভারে খেলল না। ২৪১ রানে অপরাজিত থেকে গেল ও। এটাই বুঝিয়ে দেয় বিপক্ষের প্ল্যান ভেস্তে দেওয়ার ক্ষমতা রাখত ও।”

সিডনির মাঠে সচিনরাজ। ছবি: এএফপি