শালিমার
Presents
Powered by
Powered By

কে?ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামী

কী করেন?

ভারতের মহিলা ক্রিকেট দলের নিয়মিত সদস্য। প্রাক্তন অধিনায়ক। ডান হাতি জোরে বোলারকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলা হয়। বিশ্ব মহিলা ক্রিকেটে ঝুলনের মতো দ্রুতগতির বোলার খুব কমই এসেছেন। অস্ট্রেলিয়ার ক্যাথরিন ফ্রিৎজপ্যাট্রিক খেলা ছাড়ার পর বাংলার চাকদহের ঝুলনই ধারাবাহিক ভাবে বিশ্বের দ্রুততম বোলার। নামই হয়ে গিয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’। ২০১৬ সালের জানুয়ারিতে একদিনের ক্রিকেটে বোলারদের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে পৌঁছেছেন। মহিলাদের এক দিনের ক্রিকেটে ২৫২টি উইকেট নিয়ে তিনিই সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১৮ সালে তাঁর সম্মানে ডাকটিকিট প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

কেন?

সদ্যসমাপ্ত এক দিনের ক্রিকেটের বিশ্বকাপে একটি রেকর্ড করেছেন এবং দু’টি মাইলফলকে পৌঁছেছেন। প্রথমটি বিশ্বকাপ ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড। অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনের ৩৯ উইকেটের রেকর্ড ভাঙেন। এখন বিশ্বকাপে ঝুলনের উইকেট সংখ্যা ৪৩। মহিলাদের এক দিনের ক্রিকেটে ২৫০ উইকেটের মাইল ফলকেও পৌঁছেছেন এই বিশ্বকাপে। আর কারও এই কৃতিত্ব নেই। এ ছাড়া মিতালি রাজের পর দ্বিতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ২০০ এক দিনের ম্যাচ খেলার নজিরও এই বিশ্বকাপে গড়েছেন ঝুলন।

আর কী? 

খেলতে খেলতেই প্রশিক্ষণের কাজটাও সমান তালে করে যান। সেটিও একেবারে জাতীয় দলে সতীর্থদের নিয়ে। ঝুলনই ভারতের মহিলা ক্রিকেট দলের বোলিং পরামর্শদাতা। তাঁর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ তৈরি হচ্ছে। ঝুলনের ভূমিকায় অভিনয় করেছেন বিরাট কোহলীর স্ত্রী অনুষ্কা শর্মা। খেলার জন্য কড়া শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। ফলে প্রতি রবিবারের প্রিয় লুচি-তরকারি এবং শীতকালে গুড় এবং গুড়ের সন্দেশ ছেড়ে দিতে হয়েছে। তা নিয়ে আক্ষেপের শেষ নেই।

এর পর?

অনেকেই বলছেন৩৯ বছরের ঝুলন এ বার ক্রিকেট থেকে অবসর নেবেন। কিন্তু ঝুলন নিজেও এখনও ঠিক করেননি কী করবেন। আপাতত বিশ্বকাপ শেষ করে ছুটির স্টেশনে ‘চাকদহ এক্সপ্রেস’।

  • Wedding Partner
    Wedding Partner
  • Healthcare Partner
    Healthcare Partner
  • Comfort Partner
    Comfort Partner
  • Gadgets Partner
    Gadgets Partner
  • Literature Partner
    Literature Partner
  • Jewellery Partner
    Jewellery Partner