শব্দ-জব্দ ২০২৩ - ক্যুইজের আদলে বাংলা শব্দ নিয়ে বিভিন্ন মজার খেলা নিয়ে ফের হাজির আনন্দবাজার অনলাইন। যে খেলা শিক্ষার্থীদের বাংলা ভাষার দক্ষতাকে সুচারু ও সুনিপুণ করে তুলবে। সর্বোপরি মাতৃভাষার শিকড়ের সঙ্গে জুড়ে রাখবে নতুন প্রজন্মকে। শব্দ-জব্দ প্রতিযোগিতার দ্বিতীয় বছরে লড়াইয়ের ময়দান এ বার আরও বড়। এই লড়াইয়ের মাধ্যমে আনন্দবাজার অনলাইন খুঁজে নেবে বাংলার সেরা স্কুলকে, যাদের হাতে তুলে দেওয়া হবে অনন্য সম্মান।