Advertisement
১৫ জানুয়ারি ২০২৫

আপনার সন্তানের কি কোনও বিশেষ প্রতিভা আছে? বুঝবেন কোন উপায়ে

বক্স অফিসে ছবির ব্যর্থতা সহ্য করতে না পেরে এক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন ববি। ঘরের চার দেওয়ালের মধ্যে সুরার নেশাই হয়ে ওঠে তাঁর একমাত্র আশ্রয়।

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৬:২০
Share: Save:
০১ ০৩
A civic worker sweeps the road as migrant workers look for transport to return to their home states, in Hyderabad.

A civic worker sweeps the road as migrant workers look for transport to return to their home states, in Hyderabad.

ছবি টুইটার থেকে নেওয়া।

০২ ০৩
সব বাবা-মা চান তাঁর সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্রেও শান দিতে নানা পন্থা অবলম্বন করেন অবিভাবকেরা। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। অনেক শিশুর মধ্যেই বিশেষ কিছু প্রতিভা থাকে। এই বয়স থেকেই তাঁদের নানা হাবভাবে সেই লক্ষণগুলি প্রকাশ পায়। অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে শিশুর মনে বাড়তি চাপ তৈরি করবেন না। বরং শিশুরা যে কাজ ভালবেসে করতে চাইছে, তাতে উৎসাহ দিন। আপনার সন্তান কোন বিষয় প্রতিভাবান, তা বুঝবেন কী করে?

সব বাবা-মা চান তাঁর সন্তান তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও মেধাবী হোক। তাই শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি তার মগজাস্ত্রেও শান দিতে নানা পন্থা অবলম্বন করেন অবিভাবকেরা। সাধারণত পাঁচ বছর বয়সের মধ্যেই শিশুর মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়। অনেক শিশুর মধ্যেই বিশেষ কিছু প্রতিভা থাকে। এই বয়স থেকেই তাঁদের নানা হাবভাবে সেই লক্ষণগুলি প্রকাশ পায়। অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে শিশুর মনে বাড়তি চাপ তৈরি করবেন না। বরং শিশুরা যে কাজ ভালবেসে করতে চাইছে, তাতে উৎসাহ দিন। আপনার সন্তান কোন বিষয় প্রতিভাবান, তা বুঝবেন কী করে?

বহু শিশুই গল্প শুনতে ভালবাসে।

০৩ ০৩
২) আপনার শিশুর কি ছোট থেকেই বই পড়ার অভ্যাস রয়েছে? অবসর সময়ে কার্টুন কিংবা মোবাইল ফোন নিয়ে নয়, বইয়ের নেশায় ডুবে থাকতে বেশি পছন্দ করে? এ ক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি নজর দিতে হবে। তাঁদের বয়স উপযোগী আরও নতুন বই কিনে দিন। তারা কতটা তাড়াতাড়ি সেই বই পড়তে পারছে কিংবা কতটা মনে রাখতে পারছে, সে লক্ষণগুলি নজরে রাখুন।

২) আপনার শিশুর কি ছোট থেকেই বই পড়ার অভ্যাস রয়েছে? অবসর সময়ে কার্টুন কিংবা মোবাইল ফোন নিয়ে নয়, বইয়ের নেশায় ডুবে থাকতে বেশি পছন্দ করে? এ ক্ষেত্রে আপনাকে কিছু বাড়তি নজর দিতে হবে। তাঁদের বয়স উপযোগী আরও নতুন বই কিনে দিন। তারা কতটা তাড়াতাড়ি সেই বই পড়তে পারছে কিংবা কতটা মনে রাখতে পারছে, সে লক্ষণগুলি নজরে রাখুন।

অবসর সময়ে কার্টুন কিংবা মোবাইল ফোন নিয়ে নয়, বইয়ের নেশায় ডুবে থাকতে বেশি পছন্দ করে?

Follow us on: Save:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy