1st Paragraph এক পুলিশকর্তা জানান, কেন্দ্রীয় বাহিনী যে রুট মার্চ করেছে, তার ভিডিয়োগ্রাফি করে পাঠাতে বলা হয়েছে থানাগুলিকে। একই সঙ্গে, সংবেদনশীল বুথ এবং হিংসা বা অশান্তির আশঙ্কা রয়েছে এমন অঞ্চলকে রুট মার্চের আওতায় রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত, মাস দুয়েক আগে থেকেই বিগত দু’টি নির্বাচনের বিভিন্ন তথ্য লালবাজারের তরফে নির্বাচন কমিশনকে পাঠাতে হয়েছিল। যার মধ্যে সংবেদনশীল বুথের পাশাপাশি ছিল নি
2nd para গুলিতে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার কাজ করছে কি না, তা-ই খতিয়ে দেখা হবে।
3rd para দেওয়া হয়েছে। প্রতিটি থানার হিসাবে এক প্লাটুন (৩০ জন) করে কেন্দ্রীয় বাহিনী রবিবার কাশীপুর, গরফা, রবীন্দ্র সরোবর, কড়েয়া, তপসিয়া-সহ বিভিন্ন থানা এলাকায় মোতায়েন করা হয়েছিলরুট মার্চের জন্য। দ্বিতীয় দফায় আগামী রবিবার আরও তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লালবাজারের হাতে আসার কথা। পুলিশকর্তারা জানিয়েছে