প্রতিবাদ চলুক, তবে প্রত্যাহার হোক পূর্ণ কর্মবিরতি, জুনিয়রদের পরামর্শ সিনিয়র ডাক্তারদের
সিনিয়র ডাক্তারেরা চাইছেন আন্দোলন, প্রতিবাদ চালিয়ে যাওয়ার পাশাপাশি পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে আসুন জুনিয়র ডাক্তারেরা। বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে এমনই মত তাঁদের।
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
বেশ কিছু দশক আগে, এডওয়ার্ড সাইদ প্যালেস্টাইন বিষয়ক বইতে লিখেছিলেন, আমেরিকা ও ইউরোপ যে ভাবে ধারাবাহিক সমর্থন ও সহায়তা দিয়ে এসেছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী রাষ্ট্রশক্তিকে, তাতে এর ফলাফল অতি1সুদূরপ্রসারী2 হতে চলেছে। আরও এক বার তাঁর অন্তর্দৃষ্টি প্রমাণিত হচ্ছে পশ্চিম এশিয়ায়।
অন্য দিকে, ইজ়রায়েলের সঙ্গে আমেরিকার ও ইউরোপের সম্পর্ক সর্বজ্ঞাত।
এই মুহূর্তে ভয়াল সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইজ়রায়েল এবং ইরান, দুই পরমাণু শক্তিধর ক্ষমতাশালী রাষ্ট্র, মিসাইল হানায় পরস্পরকে তারা পর্যুদস্ত করতে বদ্ধপরিকর।
লক্ষণীয়, যুধ্যমান দু’টি দেশেই প্রকট আমেরিকা যুক্তরাষ্ট্রের অতীত প্রভাব, এবং সেই সঙ্গে তাদের আজকের বাস্তবে অতি প্রবল আমেরিকা ও পশ্চিম ইউরোপের যুগল ছায়া।
উনিশশো সত্তরের দশকের ‘বিপ্লব’-এর ধারাবাহিকতা ইরান বহন করছে এখনও। তার সঙ্কীর্ণমনস্ক, রক্ষণশীল, অথচ রাজনৈতিক ও সামরিক ভাবে প্রবল রাষ্ট্রশক্তি সেই পূর্ব অভিজ্ঞতা-র স্বাক্ষর বহন করে চলেছে।
সাম্প্রতিক কালেও হামাস-বিরোধী অভিযানে প্যালেস্টাইনের এক বিরাট অংশ আক্ষরিক ভাবে গুঁড়িয়ে ও ধসিয়ে দেওয়ার সময় পশ্চিমের সক্রিয় সমর্থন বর্ষিত হয়েছে তার উপর। এ বারও ইরানের সঙ্গে সংঘর্ষের খবর পৌঁছনো মাত্র আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন, তাঁর দেশের লৌহ-আবৃত (আয়রন-ক্ল্যাড) সমর্থন থাকতে ইজ়রায়েলের ভয় কী।
সেই সতর্কবার্তায় বলা হয়েছে বুধবার থেকে রাজ্যের ৬’টি জেলায় তাপপ্রবাহ চলবে।
এই ছয় জেলার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া এবং দুই বর্ধমান। শুক্রবার থেকে তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে।
এর মধ্যে আটটি জেলা— পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং বীরভূমে সিভিয়ার হিটওয়েভ বা অতি তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
সাধারণত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সাড়ে চার ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। আর স্বাভাবিকের থেকে সাড়ে ৬ ডিগ্রি বেশি হলে তৈরি হয় অতি তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি বেশি থাকবে। তার পরের তিন দিনের পারদ থাকবে স্বাভাবিকের থেকে ৪-৭ ডিগ্রি বেশি।
রেডিয়ো ছাড়া থেকে ধর্ম চর্চা, 'গপ্পো মীরের ঠেক' এর সাফল্য থেকে কান্না, ভয় এবং এগিয়ে যাওয়া নিয়ে আনন্দবাজার অনলাইনের সঙ্গে আড্ডায় মীর
আনন্দবাজার অনলাইনের ভিডিয়ো
দর্শক ভাল বললেই তো হল না! প্রযোজক, পরিচালক ভরসা করতে পারেননি: মানসী সিংহ
তিন মাস কাজ নেই কেউ ডাকছে না! কিছু দিন পরে অর্থনৈতিক ভারসাম্যের অভাব হবে: মানসী সিংহ