১৫ জানুয়ারি ২০২৫
India

মেট্রোলাইনে রাতের কলকাতায় তাণ্ডব দুষ্কৃতীদের! এলোপাথাড়ি ছুরির কোপে প্রোমোটার আহত, ভর্তি হাসপাতালে

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। তবে এই বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে লালবাজার। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে।

Abp Author,  আনন্দবাজার অনলাইন সংবাদদাতা, কৌস্তব রায় চৌধুরী, Abp Author
Abp Author, আনন্দবাজার অনলাইন সংবাদদাতা, কৌস্তব রায় চৌধুরী, Abp Author
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৪
Share: Save:

রাতের কলকাতায় ফের দুষ্কৃতীদের তাণ্ডব। শিয়ালদহ স্টেশন সংলগ্ন কাইজ়ার স্ট্রিটে এক যুবককে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় যুবককে রাস্তায় ফেলে পালান অভিযুক্তেরা। সোমবার গভীর রাতের এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হননি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম ইমরান। বছর ছাব্বিশের এই যুবক পেশায় প্রোমোটার। নারকেলডাঙা নর্থ রোডের বাসিন্দা ইমরানকে রাতে কয়েক জন ডেকে পাঠান।শাসকদলের নেতাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তৃণমূলকে নির্বাচনী রাজনীতিতে সাফল্য এনে দিয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ‘মডেল’ হিসেবে অনুসরণ করে শিক্ষা দফতরকে পরিষেবা দিতে বলা হয়েছে। ট্যাব সংক্রান্ত বিষয়ে সোমবার নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থ একটি বিশেষ বৈঠক করেছেন। নবান্ন সূত্রের খবর, ওই বৈঠকেই শিক্ষা দফতরের শীর্ষ আধিকারিকদের ওই পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শের ছলে বলা হলেও নবান্নের শীর্ষ আধিকারিকেরা শিক্ষা দফতরের কর্তাদের লক্ষ্মীর ভান্ডার মডেল অনুসরণ করে পরবর্তী ক্ষেত্রে পদক্ষেপ করার নির্দেশই দিয়েছেন।

অভিযোগ, ফোন পেয়ে ইমরান কাইজ়ার স্ট্রিটে গেলে তাঁকে প্রথমে প্রাণে মারার হুমকি দেন তিন-চার জন দুষ্কৃতী। তার পর ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। স্কুলের ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বেনিয়মের ঘটনায় বিড়ম্বনায় পড়েছে রাজ্য শিক্ষা দফতর।

ঘরে-বাইরে একঝাঁক অভিযোগের মুখে পড়তে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে শিক্ষা দফতরকে যাতে আর পড়তে না-হয়, সেই বিষয়ে শিক্ষা দফতরের আধিকারিকদের বেশ কিছু পরামর্শ দিয়েছে নবান্ন। বলা হয়েছে, এ বার থেকে ট্যাব বা অন্য কোনও জনমুখী প্রকল্পে অর্থ দেওয়ার ক্ষেত্রে যেন লক্ষ্মীর ভান্ডারকে ‘মডেল’ হিসাবে অনুসরণ করা হয়।

Caption

Caption

অন্য বিষয়গুলি:

India INDIAN FOOTBALL TEAM 4B Movement
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy