Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Carlton Chapman

ইরাকের ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিককারী কার্লটন চ্যাপম্যান আর নেই, ময়দানে শোকের ছায়া

চ্যাপম্যানের বয়স হয়েছিল মাত্র ৪৯।

ইস্টবেঙ্গলের জার্সিতে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন কার্লটন চ্যাপম্যান। —সংগৃহীত চিত্র।

ইস্টবেঙ্গলের জার্সিতে অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছিলেন কার্লটন চ্যাপম্যান। —সংগৃহীত চিত্র। Img at1

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ১০:০৪
Share: Save:

প্রয়াত প্রাক্তন ফুটবলার কার্লটন চ্যাপম্যান। কর্নাটকের এই মিডফিল্ডার সোমবার ভোর তিনটে নাগাদ কোমরে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর একটি হাসপাতালে। সেখানেই ভোর পাঁচটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। চ্যাপম্যানের বয়স হয়েছিল মাত্র ৪৯।

১৯৯৩ সালে প্রথম বার ইস্টবেঙ্গলের জার্সি গায়ে চাপান তিনি। তার পর যান জেসিটিতে। তাঁর সময়ে জেসিটি ১৪টি ট্রফি জিতেছিল। তার মধ্যে ১৯৯৬ সালে জাতীয় লিগও ছিল। ১৯৯৮ সালে ফেরেন লাল-হলুদে। ২০০১ সালে ইস্টবেঙ্গল জাতীয় লিগ জেতে। ইস্টবেঙ্গলের জার্সিতে প্রথম মরসুমেই চ্যাপম্যান ইরাকের ক্লাব আল জাওরার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। এশিয়ান কাপ উইনার্স কাপের সেই ম্যাচে ইস্টবেঙ্গল ৬-২ গোলে হারিয়েছিল আল জাওরাকে। ১৯৯১ থেকে ২০০১, টানা এক দশক তিনি জাতীয় দলের সদস্য ছিলেন।

তাঁর মৃত্যুতে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া। আশিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গলের কোচ সুভাষ ভৌমিক বলেছেন, “খুব খারাপ ভাবে শুরু হল দিন। কার্লটন চ্যাপম্যান আর নেই। শুধু সিংহ হৃদয় ফুটবলারই ছিল না, ওর হৃদয় ছিল সোনার মতো। ওর আত্মার শান্তি কামনা করছি।”

আরও খবর: কোহালিদের বিরুদ্ধে দলে এক পরিবর্তন? দেখে নিন নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

আরও খবর: ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি পোস্ট, গুজরাতের মুন্দ্রায় ‘চিহ্নিত’ কিশোর​

অন্য বিষয়গুলি:

COVID-19 Carlton Chapman East Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy