E-Paper

লড়াকু দল গড়ার মন্ত্র নিতে চান ফাওলার...

ইংল্যান্ড থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লিভারপুল কিংবদন্তি মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। নতুন দল নিয়ে শোনালেন তাঁর নানা ভাবনার কথা।

রবি ফাওলার। ছবি: রয়টার্স।

রবি ফাওলার। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৪:৩৮
Share
Save

আইএসএলের অধিকাংশ দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে। অথচ এসসি ইস্টবেঙ্গলের দল গঠনই সম্পূর্ণ হয়নি। যদিও তা নিয়ে একেবারেই উদ্বিগ্ন নন রবি ফাওলার। কোচ হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লিভারপুল কিংবদন্তি মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। নতুন দল নিয়ে শোনালেন তাঁর নানা ভাবনার কথা।

ভাল দল গড়ার চ্যালেঞ্জ: ফুটবলে দল গড়া সব সময়ই চ্যালেঞ্জ ও পরিশ্রমের। এত কম সময়ে দল গড়ার ইতিহাস আমাদের আছে। এবং অস্ট্রেলিয়াতে সাফল্যও অর্জন করেছি। কঠিন পরীক্ষা হলেও আমরা তা গ্রহণ করেছি। কারণ, আমরা জানি পারব। ঠিক মতো প্রস্তুতির পাশাপাশি ফুটবলার ও আমাদের সৎ ভাবে সব
কিছু করতে হবে।

কোচিং দর্শন: লড়াকু দল গড়ে তোলা। ভাল ফল করার জন্য ঠিক মতো খেলা। সকলকে পরিশ্রম করতে হবে। ভাল খেলার জন্য মরিয়া থাকতে হবে। দলগত ফুটবলই সেরা অস্ত্র। অস্ট্রেলিয়ায় যখন কোচিং করাতে গিয়েছিলাম, লিগ টেবলের শেষের দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল দলটা। ধীরে ধীরে আমরা নিজেদের উন্নতি করেছিলাম। ‘এ’ লিগের অনেক শক্তিশালী দলের চেয়েও ভাল ফল করেছিলাম গত মরসুমে। অবিশ্বাস্য ভাবে আমরা উন্নতি করেছিলাম। দক্ষতা অনুযায়ী ফুটবলারদের ঠিক জায়গায় খেলাতে পারলে সাফল্য আসবে।

আইএসএলে শেষে যোগদান: আমরা সকলেই জানি কাজটা কতটা কঠিন। অধিকাংশ দলই প্রস্তুতিতে নেমে পড়েছে। চুক্তি সংক্রান্ত কারণে আমাদের একটু দেরি অবশ্যই হয়েছে। আমরা সাধ্যমত চেষ্টা করব ভাল কিছু করার। সব ঠিক মতো করতে পারলে মরসুমের শেষে সকলে মিলে পর্যালোচনার সুযোগ পাব, আমরা কতটা ভাল খেলেছি
এবং সফল হয়েছি।

ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ: ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাস্থ্যকর। এই লড়াই ফুটবলারদের ও ক্লাবকে সাফল্য পেতে উজ্জীবিত করে। আমি ও আমার সহকারী টোনি গ্র্যান্টের এই ধরনের ডার্বি খেলার অসংখ্য অভিজ্ঞতা রয়েছে। তাই আমরা জানি এই ম্যাচ সমর্থকদের কাছে কতটা তাৎপর্যপূর্ণ। আইএসএলে হয়তো নতুন রূপে খেলবে দুই ক্লাব। কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগানের চিরকালীন লড়াইয়ের ইতিহাস আমরা জানি। দ্রুত এই পরিবেশের সঙ্গে একাত্ম হতে হবে।

আইএসএলের সাফল্য: শুধু আইএসএল নয়, সারা বিশ্বের ফুটবল আমি দেখি। প্রতিদ্বন্দ্বিতার কারণে প্রত্যেক মরসুমেই আইএসএলের উন্নতি ও আকর্ষণ বাড়ছে। আমাদের অন্তর্ভুক্তি এই প্রতিযোগিতাকে আরও সফল করবে।

অতিমারির মধ্যে খেলার সমস্যা: অস্বীকার করার জায়গা নেই, আমাদের কাছে এটা কঠিন পরীক্ষা। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে আমাদের চলতেই হবে। আমরা যারা কোচিংয়ের সঙ্গে যুক্ত, তাদের এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে ফুটবলারেরা খেলা উপভোগ করতে পারে।

রেনেডির প্রশংসা: রেনেডি সিংহের যোগ্যতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। দারুণ ফুটবলার ছিল। এখন খুব ভাল কোচিং করাচ্ছে। এ ছাড়া ইস্টবেঙ্গলের দায়িত্ব নেওয়ার আগে টেডি শেরিংহ্যাম, ডেভিড জেমস, আওয়েন কয়েলের সঙ্গে কথা বলেছি। ওদের পরামর্শও নিয়েছি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ISL RObbie Fowler

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

SAVE 29%*
এক বছরে

১১৯৯

১১৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

১৪৯

১২৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।