Advertisement
২৭ এপ্রিল ২০২৫
মেসির সঙ্গে উল্লাস ডেস্টের।

মেসির সঙ্গে উল্লাস ডেস্টের। ছবি রয়টার্স

সেমন্তী ঘোষ, প্রিয়ঙ্কর ব্যানার্জী
শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১১:১২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৭:৪২

রোহিত ব্যাট করার সময় চোট পান।

রোহিত ব্যাট করার সময় চোট পান। পঞ্চম ওভারে মার্ক উডের একটি বল রোহিতের ডান কনুইয়ে এসে লাগে। ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির বল হাতে লাগার পর স্বাভাবিক ভাবেই ব্যথা অনুভব করেন রোহিত। তখন ৪ রানে ব্যাট করছিলেন তিনি। শেষ পর্যন্ত ৪২ বলে ২৮ রান করে বেন স্টোকসের বলে কট বিহাইন্ড হন রোহিত। তিনি আর ফিল্ডিং করতে নামেননি।

timer শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৭:৩৬

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব

কারও চোট নিয়েই কিছু জানানো না হলেও দেখে মনে হয়েছে

Advertisement
timer শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৭:৩৩ key status

আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর

কারও চোট নিয়েই কিছু জানানো না হলেও দেখে মনে হয়েছে স্ক্যান করার জন্য

কারও চোট নিয়েই কিছু জানানো না হলেও দেখে মনে হয়েছে শ্রেয়সের চোট বেশ গুরুতর। স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অষ্টম ওভারের চতুর্থ বলে কাঁধে চোট পান তিনি। শার্দূল ঠাকুরের বলে কভার ড্রাইভ করেন জনি বেয়ারস্টো। বাঁদিকে ঝাঁপিয়ে বল আটকাতে যান শ্রেয়স। দুটি রান বাঁচালেও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। স্ক্যান করা হবে। কাঁধে হাত দিয়ে তিনি মাঠ ছাড়েন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে গেল দিল্লি।

timer শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৭:১৯ key status

স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

কারও চোট নিয়েই কিছু জানানো না হলেও দেখে মনে হয়েছে শ্রেয়সের চোট বেশ গুরুতর। স্ক্যান করার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অষ্টম ওভারের চতুর্থ বলে কাঁধে চোট পান তিনি। শার্দূল ঠাকুরের বলে কভার ড্রাইভ করেন জনি বেয়ারস্টো। বাঁদিকে ঝাঁপিয়ে বল আটকাতে যান শ্রেয়স। দুটি রান বাঁচালেও যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর কাঁধের হাড় সরে গিয়েছে। স্ক্যান করা হবে। কাঁধে হাত দিয়ে তিনি মাঠ ছাড়েন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার কথা তাঁর। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে গেল দিল্লি।

timer শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ১৬:১৯

বড়ো চোট পেলেন শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীনই ভারতীয় দলে জোড়া ধাক্কা। বড় চোট পেলেন শ্রেয়স আইয়ার ও রোহিত শর্মা। শ্রেয়সের কাঁধের হাড় সরে গিয়েছে। রোহিত শর্মা কনুইয়ে চোট পান। দুজনের কেউই আর ফিল্ডিং করতে পারেননি।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:২১

সচিন, যুবরাজদের সঙ্গে ফের দেখা, আবেগতাড়িত বীরেন্দ্র সহবাগ

Sachin Tendulkar on Beast Mode CricketCloud

Advertisement
timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:১৭

রোহিতকে হারালেও তার প্রভাব পড়তে দিলেন না কোহলী, শিখর।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৫:৫৯

বেনেভেন্টোর কাছে ০-১ হেরে গেল আন্দ্রেয়া পিরলোর দল

যদিও অবিশ্বাস্য ভাবে এ দিন অবনমনের আওতায় থাকা বেনেভেন্টোর কাছে ০-১ হেরে গেল আন্দ্রেয়া পিরলোর দল। গোলই করতে পারলেন না রোনাল্ডো। সব চেয়ে বড় কথা, এই হারে জুভেন্টাসের সেরি আ খেতাব জয়ের স্বপ্ন অনেকটাই ম্লান হয়ে গেল। ৬৯ মিনিটে বেনেভেন্টোর একমাত্র গোলটি করেন অ্যাডল্ফো গাইচ। রোনাল্ডো কিন্তু পুরো ম্যাচই খেলেছেন। সেরি আ টেবলে জুভেন্টাস সেই তৃতীয় স্থানেই পড়ে রইল। তাদের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৫। শীর্ষে থাকা আন্তোনিয়ো কন্তের ইন্টার মিলান এখন জুভেন্টাসের থেকে ১০ পয়েন্ট এগিয়ে। দ্বিতীয় এসি মিলান। ২৭ ম্যাচ খেলে তাদের পয়েন্ট জুভেন্টাসের থেকে মাত্র ১ বেশি।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৫:৫৪

জুভেন্টাস বনাম বার্সেলোনা ম্যাচ

মজার ব্যাপার, চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ে জুভেন্টাস বনাম বার্সেলোনা ম্যাচ ঘিরে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। প্রথম লেগে রোনাল্ডোরা ০-২ হেরে যান। তখন সোশ্যাল‌ নেটওয়ার্কে লিয়োনেল মেসির নামের পাশেই বার্সা এই বিশেষণ ব্যবহার করে। যা জুভেন্টাসের একেবারেই পছন্দ হয়নি। ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে সত্যিই বদলা নেয় তুরিনের ক্লাব। জেতে ৩-০। তখন তারা পাল্টা লেখে, এ বার তো বোঝা গেল কে আসলে সর্বকালের সেরা, রোনাল্ডো না মেসি! রবিবার পরিচিত সেই বিতর্কই ফিরিয়ে আনল জুভেন্টাস। রোনাল্ডোকে ৭৭০ ও ‘জিওএটি’ লেখা জার্সি উপহার দিয়ে।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৫:৪৬ key status

অঘটনের হার রোনাল্ডোদের, ধাক্কা লিগ জয়ের অভিযানে

সেরি আ-তে আগের ম্যাচেই ক্যালিয়ারিকে ৩-১ হারিয়েছিল জুভেন্টাস। হ্যাটট্রিক করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার পরেই পর্তুগিজ মহাতারকার কাছে আসে সুখবর। তাঁকে টানা দ্বিতীয় বার ইটালির লিগে সেরা ফুটবলার নির্বাচিত করা হয়েছে। রবিবার পেলের ‘সরকারি রেকর্ড’ ছাপিয়ে রোনাল্ডোর ফুটবল জীবনে মোট ৭৭০ গোল করার নজিরকেও সম্মান জানানো হল। সেরি আ-তেই বেনেভেন্টোর সঙ্গে ম্যাচের আগে তাঁকে ৭৭০ ও ‘জিওএটি’ লেখা জার্সি উপহার দিলেন জুভেন্টাসের প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনেলি। ‘জিওএটি’-এর অর্থ সর্বকালের সেরা (গ্রেটেস্ট অব অল টাইম)।

timer শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৫:৪৩ key status

লিগে শততম গোল হল তাঁর।

ফরাসি লিগে অলিম্পিক লিয়ঁকে ৪-২ ব্যবধানে হারিয়েছে প্যারিস সঁ জঁ। জোড়া গোল কিলিয়ান এমবাপের। লিগে শততম গোল হল তাঁর।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:১০ key status

দ্বিতীয়ার্ধে আর একটি গোল করেন কেলেচি

এফএ কাপে লেস্টার ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যান ইউকে। প্রথমার্ধে কেলেচি ইহিয়ানাচো লেস্টারকে এগিয়ে দিলেও সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে আর একটি গোল করেন কেলেচি। অপর গোল ইউরি তিয়েলেম্যান্সের।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:০৫ key status

দ্বিতীয়ার্ধে চার গোল করে বার্সেলোনা

রবিবার বার্সাকে গোল করে এগিয়ে দেন আঁতোয়া গ্রিজম্যান। দ্বিতীয় গোল ডেস্টের। দ্বিতীয়ার্ধে চার গোল করে বার্সেলোনা। মেসির দুটি এবং ডেস্টের একটি বাদে অপর গোল ওসুমানে ডেম্বেলের। লা লিগার অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ১-০ হারিয়েছে আলাভেসকে। একমাত্র গোলটি লুই সুয়ারেসের। ফুটবলজীবনের ৫০০তম গোলটি করেন তিনি।

timer শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ১৯:০৪

রবিবার মেসি সেই সংখ্যা টপকে গেলেন

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এতদিন সব থেকে বেশি ম্যাচ খেলেছিলেন জাভি (৭৬৭)। রবিবার মেসি সেই সংখ্যা টপকে গেলেন। ৭৬৮টি ম্যাচ খেললেন তিনি। এর মধ্যে ৫১১টি লা লিগায়, ১৪৯টি চ্যাম্পিয়ন্স লিগে, ৭৯টি কোপা দেল রে-তে, ২০টি স্প্যানিশ সুপার কাপে, ৫টি ক্লাব বিশ্বকাপে এবং ৪টি ইউরোপিয়ান সুপার কাপে। ৭৬৮টি ম্যাচে নেমে মেসি জিতেছেন ৫৩৬টি ম্যাচে। ড্র হয়েছে ১৪০টিতে, হার ৯১টি ম্যাচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy