হাওড়ার পর হুগলি। আবার শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এবং বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়েছে তৃণমূল। অভিযোগ উঠেছে, রবিবার রাতে হুগলির জাঙ্গিপাড়ায় একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বুথে কাজ করতে আসা আইটিবিপি-র এক কনস্টেবল। সেই সময় ওই গৃহবধূ ঘুমোচ্ছিলেন।
অভিযোগ, ঘুমন্ত অবস্থাতেই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। মহিলার পরিবার এবং প্রতিবেশীদের মারধরের অভিযোগও উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে। এর পরেই ওই জওয়ানকে ধরে ফেলেন স্থানীয়েরা। গাছে বেঁধে রেখে মারধর করে পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই জওয়ানকে আটক করেছে পুলিশ। ওই জওয়ানকে গাছে বেঁধে মারধরের একটি ভিডিয়োও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।