Advertisement
E-Paper

Test article for payload edited just now

Test article for payload check (Please do not publish)

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১২:৫২
Share
Save

মাশকাফ সুড়ঙ্গের মধ্যে দিয়ে ধীর গতিতে চলছিল জাফর এক্সপ্রেস! দুপুরে ট্রেনের মধ্যে কেউ তখন খাচ্ছিলেন, কেউ আবার গল্পগুজবে ব্যস্ত ছিলেন, আবার কেউ কেউ ঘুমে আচ্ছন্ন। আচমকাই বিকট শব্দ, তার পর মুহুর্মুহু গুলি! মাত্র কয়েক মিনিটের অভিযান, পুরো ট্রেন কব্জা করে নেন বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র বিদ্রোহীরা!

বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার— প্রায় ১৬০০ কিলোমিটার রেলপথ। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মধ্যে দিয়ে জাফর এক্সপ্রেস প্রতি দিনই যাতায়াত করে। এক্সপ্রেসে চেপে কোয়েটা থেকে পেশোয়ার যেতে সময় লাগে প্রায় ৩০ ঘণ্টা! মঙ্গলবার সেই ট্রেনটিই দখল নেন বিদ্রোহীরা।

জাফর এক্সপ্রেসকে যে এলাকায় পণবন্দি করা হয়েছে, সেই এলাকায় ১৭টি সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়। সেগুলির মধ্যে একটি মাশকাফ সুড়ঙ্গ। কোয়েটা থেকে ট্রেন ছাড়ার ১৬০ কিলোমিটার দূরে সিবি শহরের কাছে রয়েছে সেটি। দুর্গম পাহাড়ি এলাকায় রয়েছে বোলান পাস। সামরিক বিশেষজ্ঞদের মতে, বিদ্রোহীরা হামলার জন্য এমন জায়গাকেই বেছেছেন যাতে সহজে নিরাপত্তাবাহিনী সেখানে পৌঁছতে না পারে। তা ছাড়াও ওই এলাকা বিদ্রোহীদের হাতের তালুর মতো পরিচিত। ফলে অভিযানে সেনা নামলেও সহজে তাঁরা পালিয়ে নিজেদের বাঁচাতে পারেন।

  • জাফর এক্সপ্রেস কেন বার বার নিশানায়? ২০১৮ থেকে কৌশল বদলে হামলা বালুচ বিদ্রোহীদের!
  • দীর্ঘ ফোনালাপ সুকান্ত-শুভেন্দুর, ভোটার তালিকা বিতর্কে কোন পথে তৃণমূলের মোকাবিলা হবে?
  • ‘জঙ্গিরা ট্রেন ঘিরতেই সিটের নীচে লুকিয়ে পড়লাম!’ বললেন জাফর এক্সপ্রেসের এক যাত্রী

পেহরোকুনরি স্টেশন ছেড়ে ট্রেনটা সবে মাত্র মাশকাফ সুড়ঙ্গে প্রবেশ করেছিল মঙ্গলবার। আচমকাই জাফর এক্সপ্রেসের সামনের রেলপথে বিস্ফোরণ। তার পর একটি বুলেট এসে লাগে চালকের বুকে। সুড়ঙ্গের মধ্যেই থেমে যায় ট্রেনটি। কেবিনের মধ্যে লুটিয়ে পড়েন চালক। ট্রেনে তখন ৪০০ জনের বেশি যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পাক সেনাবাহিনীর কর্মীরাও।

মঙ্গলবার দুপুর থেকে বিদ্রোহীদের সঙ্গে গুলির লড়াই চলছে নিরাপত্তাবাহিনীর। আকাশপথে সেনা নামানো হয়েছে। রাতেই বিদ্রোহীদের অপহৃত ট্রেনের কাছে পৌঁছে গিয়েছিল পাক নিরাপত্তাবাহিনীর উদ্ধারকারী দল। তাঁদের মধ্যে ছিলেন পাক সেনার ‘স্পেশ্যাল সার্ভিস গ্রুপ’-এর কমান্ডোরা। ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। এখনও সব পণবন্দিদের উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃত জাফর এক্সপ্রেস থেকে থেকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে অন্তত ১৫৫ জন যাত্রীকে। পাক সেনা সূত্রে তেমনই দাবি করা হয়েছে। তাদের আরও দাবি, এই অভিযানে এখনও পর্যন্ত অন্তত ২৭ জন বালুচ বিদ্রোহী নিহত হয়েছেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}