গ্রেফতারির আগে ইস্তফা মুখ্যমন্ত্রিত্বে, হেমন্তের পূর্বসূরি লালু, জয়া, উত্তরসূরি হতে পারেন কে?
ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন প্রথম উদাহরণ নন। দুর্নীতির মামলায় গ্রেফতারির ঠিক আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফার নজির রয়েছে দেশের আরও দুই নেতা-নেত্রীর। বিহারের লালুপ্রসাদ এবং তামিলনাড়ুর জয়ললিতা। ঘটনাচক্রে, জেএমএ চেয়ারম্যান হেমন্তের মতোই তাঁরা দু’জনেও ছিলেন দুই আঞ্চলিক দলের শীর্ষপদে। লালু আরজেডির। জয়ললিতা এডিএমকের।