নামে তিনি ‘হাঁদা’ হতে পারেন। কিন্তু চন্দননগর পুরসভায় বামেদের মান রাখলেন তিনিই।
সার্বিক ভাবে পুরভোটে বামেরা বিধানসভা ভোটের নিরিখে ভাল ফল করলেও তাদের মাত্র একজন প্রার্থীই জিতেছেন। বাম সদস্য হিসেবে এ বার পুরসভায় যাচ্ছেন চন্দননগরের ১৬ নম্বর ওয়ার্ডের জয়ী সিপিএম প্রার্থী অভিজিৎ সেন ওরফে হাঁদা। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের সমীর গুহ মল্লিক ওরফে কালুয়াকে ১২৩ ভোটে হারিয়েছেন তিনি।
ওই ওয়ার্ডের রথের সড়ক এলাকায় হাঁদাকে সবাই এক ডাকে চেনেন। পেশায় পার্শ্বশিক্ষক। কানাইলাল বিদ্যামন্দিরের এই প্রাক্তনী স্থানীয় সাধুচরণ স্মৃতি প্রাথমিক বিদ্যাপীঠে সেই ২০০৭ সাল থেকে চাকরি করছেন। বাবা দুলাল সেন ট্রলি ভ্যান চালাতেন। ২০০৮ সাল থেকেই তিনি অসুস্থ। রথের সড়কে ভাড়াবাড়ির বাসিন্দা হাঁদাই তখন সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।