সার্বিক ভাবে পুরভোটে বামেরা বিধানসভা ভোটের নিরিখে ভাল ফল করলেও তাদের মাত্র একজন প্রার্থীই জিতেছেন। বাম সদস্য হিসেবে এ বার পুরসভায় যাচ্ছেন চন্দননগরের ১৬ নম্বর ওয়ার্ডের জয়ী সিপিএম প্রার্থী অভিজিৎ সেন ওরফে হাঁদা
ওই ওয়ার্ডের রথের সড়ক এলাকায় হাঁদাকে সবাই এক ডাকে চেনেন। পেশায় পার্শ্বশিক্ষক। কানাইলাল বিদ্যামন্দিরের এই প্রাক্তনী স্থানীয় সাধুচরণ স্মৃতি প্রাথমিক বিদ্যাপীঠে সেই ২০০৭ সাল থেকে চাকরি করছেন। বাবা দুলাল সেন ট্রলি ভ্যান চালাতেন