অপেক্ষার অবসান। আগামী XX তারিখ, XXবার, প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২২-এর ফলাফল। চলতি বছর ৭ মার্চ থেকে ১৬ মার্চ চলেছিল মাধ্যমিক পরীক্ষা। অতিমারি পরিস্থিতির জন্য ২০২১-এ মেধাতালিকা ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে এই বছর নিয়ম মাফিক ফলাফল প্রকাশ করা হবে।আমাদের এই প্রতিবেদনের মাধ্যমেই জানা যাবে মাধ্যমিক ২০২২-এর ফলাফল। প্রয়োজন শুধু রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের। ফলাফল জানতে এই প্রতিবেদনটি সেভ করে রাখুন। প্রতিবেদনটি সেভ করতে উপরের সেভ আইকনটি ক্লিক করুন। XXতারিখ, XXবার, সকাল XXটায় জানা যাবে পরীক্ষার ফল।এই বছর জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিলেন ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ছাত্রীর ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। ৪ হাজার ১৫৪টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। কঠোরভাবে মানা হয়েছে কোভিড বিধি। স্বাভাবিক ভাবেই পরীক্ষার ফলের আগে বাড়তি আগ্রহ রয়েছে শিক্ষার্থীদের মধ্যে।মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। প্রতিবেদনটি সেভ করতে শিরোনামের পাশে থাকা সেভ আইকনটিতে ক্লিক করুন।
বিজেপি | ১০ |
কংগ্রেস | ১২ |
আপ | ২২ |
অন্যান্য | ০ |