মে মাসের প্রথম দু’সপ্তাহ ধরে নেট পরীক্ষা, সময়সূচি প্রকাশ করল কেন্দ্র
মোটাসোটা টম বয়ের মতো চেহারায় চোখে ভারী চশমা। ১৯ বছর বয়স অবধি তাঁর চেহারা থেকে বহু দূরে অবস্থান করত ‘গ্ল্যামার’ বিশেষণটি। সেখান থেকেই বলিউডের আকর্ষণীয় নায়িকা হয়ে ওঠেন সমীরা রেড্ডি।
রোহিত নেগী
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৬
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘মনোহর পাণ্ডে’ ছবিতে অভিনয় করতে শহরে সুপ্রিয়া পাঠক। কোভিডের পরে কলকাতায় শ্যুটিং শুরু থেকে সমাজমাধ্যমে অভিনেত্রীদের হেনস্থা— কথা বললেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।
PTI
০২০৬
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘মনোহর পাণ্ডে’ ছবিতে অভিনয় করতে শহরে সুপ্রিয়া পাঠক। কোভিডের পরে কলকাতায় শ্যুটিং শুরু থেকে সমাজমাধ্যমে অভিনেত্রীদের হেনস্থা— কথা বললেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।
This is attribute 2
০৩০৬
কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘মনোহর পাণ্ডে’ ছবিতে অভিনয় করতে শহরে সুপ্রিয়া পাঠক। কোভিডের পরে কলকাতায় শ্যুটিং শুরু থেকে সমাজমাধ্যমে অভিনেত্রীদের হেনস্থা— কথা বললেন আনন্দবাজার ডিজিটালের সঙ্গে।