Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৫ জানুয়ারি ২০২৫ ই-পেপার

ফালাকাটার ওই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টার নথি তুলে দেন।

ওরা ভোটের সময় বলে চা বাগান খুলবে, ভোটের পর পালিয়ে যায়: ফালাকাটায় মুখ্যমন্ত্রী

আলিপুরদুয়ারের ফালাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার ৪৫০ জোড়া আদিবাসী তরুণ-তরুণীর

Anjan junior, Abhijit Das
দিল্লি ০২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:০০
(PTI)

দলে ভারসাম্য আনতে পারে। কিন্তু ফিনিশার? আমি
(PTI)

আলিপুরদুয়ারের ফালাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার ৪৫০ জোড়া আদিবাসী তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে ফালাকাটায়। নবদম্পতিদের হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর আদিবাসীদের নাচের তালে পা মেলান তিনি।

ফালাকাটার ওই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টার নথি তুলে দেন।

এই মঞ্চ থেকেই বিজেপি-কে নিশানা করে মমতা বলেন, ‘‘বিজেপি ভোটের আগে এসে বলে বাগান খুলবে। ভোট মিটলেই পালিয়ে যায়। চা বাগান আর খোলে না।’’ জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘আগের বার ভোটের (২০১৯-এর লোকসভা ভোট) আগে বলেছিল ৭টা চা বাগান খুলবে। একটাও খুলেছে।’’

Advertisement

এর পরেই বিজেপির উদ্দেশে মমতার কটাক্ষ, ‘‘ওরা কোনও কাজ করে না। শুধু কুৎসা আর অপপ্রচার করে বেড়ায়। কোনও কাজ নেই। আমরাই ৯টা চা বাগান খুলে দিয়েছি। চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হল। তাঁরা পাকাপাকি ভাবে জমির পাট্টা পেলেন।’’


মমতার বক্তব্য:
• আজ যাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তাঁরা আমাদের গর্ব
• চা বাগানের শ্রমিকদের পাট্টা গিলাম, এটা অনেক বড় কাজ
• ৯০০ জন যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাঁদের সবাইকে আমার অভিনন্দন।

• বাজেটে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছর পার হওয়ার আগেই সেই প্রতিশ্রুতি পূরণ করল সরকার
• শ্রমিকরা পাকাপাকি ভাবে জমির পাট্টা পেলেন
• আজ চা বাগানের শ্রমিকদের পাট্টা দেওয়া হল
•আমরাই ৯টা চা বাগান খুলে দিয়েছি
• বলেছিল সাতটা চা বাগান খুলবে, আজ পর্যন্ত একটাও খুলেছে?
• ভোটের সময় বলে চা বাগান খুলবে, ভোটের পর পালিয়ে যায়
• বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কোনও কাজ করে না

Advertisement