আলিপুরদুয়ারের ফালাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। মঙ্গলবার ৪৫০ জোড়া আদিবাসী তরুণ-তরুণীর গণবিবাহ অনুষ্ঠিত হচ্ছে ফালাকাটায়। নবদম্পতিদের হাতে উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর আদিবাসীদের নাচের তালে পা মেলান তিনি।
ফালাকাটার ওই অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টার নথি তুলে দেন।
এই মঞ্চ থেকেই বিজেপি-কে নিশানা করে মমতা বলেন, ‘‘বিজেপি ভোটের আগে এসে বলে বাগান খুলবে। ভোট মিটলেই পালিয়ে যায়। চা বাগান আর খোলে না।’’ জনতার উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘‘আগের বার ভোটের (২০১৯-এর লোকসভা ভোট) আগে বলেছিল ৭টা চা বাগান খুলবে। একটাও খুলেছে।’’