Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৫ জানুয়ারি ২০২৫ ই-পেপার

সম্ভাবনা তৈরি হতে পারে

মোদীর প্রথম নির্বাচনী সভা রবিবার হলদিয়ায়, প্রধানমন্ত্রীর আগে ও পরে রাজ্য সফরে নড্ডা-শাহ

ত্যন্ত এলাকায় শহুরে চিকিৎসকেরা আসতে চান না! বর্ধমানের মেমারির আব্দুল কাদের সরকার অবশ্য

ফাইল চিত্র। রোহিত নেগী
কলকাতা ০৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৬
ফাইল চিত্র।

তাঁর সই করা ভারতীয় টেস্ট দলের জার্সিও ম্যাকগ্রার হাতে তুলে দেন সচিন।
ফাইল চিত্র।

কোভিডের প্রথম দিকে সংবাদপত্র বা টেলিভিশনে একটা খবর শিরোনামে থাকতই। আর সেটা হল স্বাস্থ্য বিমা থাকা সত্ত্বেও শুধু পিপিই-র খরচ মেটানোর চাপে নানা পরিবারের কান্না। আর এর পিছনে অবশ্যই ছিল, বিমা কেনার সময় আমাদের নানান ঝুঁকি খতিয়ে না দেখার বদ অভ্যাস। ঘাবড়ে গেলেন? না, না। ঘাবড়ানোর কিছু নেই। আসলে বিমা কেনার ব্যাপারে সেই যে আমরা এনডাওমেন্ট কেনা দিয়ে শুরু করেছিলাম, তারপর ভুলেই গিয়েছি যে বিমার বাজারে এখন পসরা প্রচুর। যেমন ধরুন স্বাস্থ্য বিমা। সবাই বলছে একটা কিনতে, আর আপনিও কিনে নিলেন। একবারের জন্যও ভাবলেন না, নিজের প্রয়োজনের কথা। অসুস্থ হলে হাসপাতালের বিল মেটানোটাই শুধু আপনার সমস্যা কি না! আচ্ছা ধরুন আপনি এমন অসুস্থ হলেন যে হয়ত বেশ কিছুদিন আপনার আয়ের উপরও একটা চাপ তৈরি হয়ে গেল। তখন কী করবেন? অথবা চিকিৎসার খরচ নিয়েই ভাবলেন। কিন্তু তার সঙ্গে যে হাজারটা খরচ আছে তার কথা ভাবলেনই না। অথচ হাসপাতালে ঢুকে বুঝলেন যে না, চিকিৎসার খরচের চাপটাই শেষ চাপ নয়। বাড়ির লোকের আসা যাওয়া ইত্যাদিতেও আপনার অনেক টাকা গলে যাচ্ছে। তখন?

আসলে চিকিৎসা বিমা শুধু নয়, সব বিমা কেনার আগেই আনুষঙ্গিক খরচ আর তা কী করে সামলান যায় তাও ভাবতে হবে বইকি। আর এখানেই আসছে ইনডেমনিটি আর ফিক্সড বেনিফিট বিমার কথা।


Advertisement


Tags:

Advertisement