- পড়শি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা।
- তার মাঝে মিজ়োরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে।
- ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজ়োরামকে।
- মঙ্গলবার রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে।
- ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে।
- পড়শি রাজ্য মণিপুরে হিংসার ক্ষত এখনও টাটকা।
- তার মাঝে মিজ়োরামে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে।
- ভোট উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিজ়োরামকে।
- মঙ্গলবার রাজ্যের সীমানা সিল করে দেওয়া হয়েছে।
- ৪০টি কেন্দ্রে মোট ১২৭৬টি বুথে ভোট চলছে।
অন্য দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাসা কর্মসূচি থাকে বিজেপি নেতাদের। আজ ছবিটি ছিল অন্য রকম।পরিস্থিতি আঁচ করে বেলা দু’টোর মধ্যে অধিকাংশ প্রচার কর্মসূচি সেরে ফেলে বিজেপি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বরাবরের ক্রিকেটপ্রেমী। আজ রাজস্থানে প্রচারের দায়িত্ব ছিল রাজনাথের। কোটপুতুলি ও শাহপুর এলাকায়। প্রথমটিতে জনসভার সময় ছিল সকাল ১১.৪০মিনিটে। দ্বিতীয়টি এক ঘণ্টা পরে। দুপুর ১২.৪০। ঘরোয়া ভাবে বিজেপি নেতারা বলছেন, দ্বিতীয় সভা করে যাতে দেড়টার মধ্যে টিভি চালাতে পারেন সে জন্যই সকাল সকাল প্রচারের সময় বেঁধে দিয়েছিলেন রাজনাথ।
দ্বিতীয়টি এক ঘণ্টা পরে। দুপুর ১২.৪০। ঘরোয়া ভাবে বিজেপি নেতারা বলছেন, দ্বিতীয় সভা করে যাতে দেড়টার মধ্যে টিভি চালাতে পারেন সে জন্যই সকাল সকাল প্রচারের সময় বেঁধে দিয়েছিলেন রাজনাথ। দ্বিতীয়টি এক ঘণ্টা পরে। দুপুর ১২.৪০।
ঘরোয়া ভাবে বিজেপি নেতারা বলছেন, দ্বিতীয় সভা করে যাতে দেড়টার মধ্যে টিভি চালাতে পারেন সে জন্যই সকাল সকাল প্রচারের সময় বেঁধে দিয়েছিলেন রাজনাথ।
কালো পোশাক পরে লিফট্ থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা মন্দনা।
পরনে কালো রঙের পোশাক, যদিও সেটি বেশ কুরুচিকর। পোশাকটি এমনিই যে অভিনেত্রী বক্ষবিভাজিক স্পষ্ট।
শুধু তাই নয়, অভিনেত্রীর ঊরুও স্পষ্ট সেই পোশাকে। নিমেষে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে রশ্মিকা মন্দনার এই ছবি।
যদিও এই ছবি দেখে অনেকেই ধন্দে ছিলেন, আদৌ এটা রশ্মিকা তো! সাধারণত এই ধরনের পোশাকে দেখা যায় না তাঁকে। অনুরাগীদের সন্দেহই ঠিক প্রমাণিত হল। জানতে পারা যায়, এই ভিডিয়োর মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিয়োয় কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।
এই তথ্য প্রকাশ্যে আসতেই অপরাধী শাস্তি চেয়ে রশ্মিকার পাশে দাঁড়ান স্বয়ং অমিতাভ বচ্চন। এ বার নিজের এই বিকৃতি ছবি প্রসঙ্গে বিবৃতি দিয়ে কী জানালেন অভিনেত্রী?