ফিরে এল পুজো। ফিরে এল প্যান্ডেল, কুমোরটুলির রিলে ভরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কাশ, নীল আকাশ, বাজল তোমার আলোর বেণু, অষ্টমীর ভোগের মেনু, শপিং অনলাইনে, ভিড় ঠাকুর দেখার লাইনে।

প্রতি বছরের মতো ফিরে এল

আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীনও।

তবে এ বছর সেরার এই খোঁজ বেড়েছে আয়োজনে, আয়তনে। জহুরির চোখ, ক্যামেরা অন, তিন রাত ধরে শহর জুড়ে পাড়ায় পাড়ায় সেরার অন্বেষণ, অ্যাকশন। ষষ্ঠীর সকালে প্রথমে সেরা বারো, তারপর আনন্দ আরও, জেগে ষষ্ঠীর রাত, যদি প্রতিপক্ষ কাত আর সেরা হওয়ার বাজিমাত!

মোদ্দা কথা, উৎসবের সৃজনে গা ভাসিয়ে সৃজনের এই বিশ্বজনীন উৎসবে সেরা সর্বজনীন না হলে পুজোর আনন্দই মাটি।

  • Award Icon
    বেস্ট পুজোস (৫টি)
    ২৫,০০০/-
  • Award Icon
    বেস্ট প্রতিমা (১টি)
    ১৫,০০০/-
  • Award Icon
    বেস্ট আলোকসজ্জা (১টি)
    ১৫,০০০/-
  • Award Icon
    বেস্ট আবহ (১টি) Jeet
    ১৫,০০০/-
Cadbury Celebrations নিবেদিত আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীন ২০২৪
বেস্ট পুজোস (৫টি)
  • Dum Dum Tarun Dal

    দমদম তরুণ দল

  • Dum Dum Tarun Dal

    দমদম তরুণ দল

  • DUM DUM PARK TARUN SANGHA PUJA COMMITTEE

    গলফ গ্রীন শারদোৎসব কমিটি

  • DUM DUM PARK TARUN SANGHA PUJA COMMITTEE

    গলফ গ্রীন শারদোৎসব কমিটি

  • DUM DUM PARK TARUN SANGHA PUJA COMMITTEE

    গলফ গ্রীন শারদোৎসব কমিটি

  • বেস্ট আবহ (১টি) Jeet
    DUM DUM PARK TARUN SANGHA PUJA COMMITTEE

    গলফ গ্রীন শারদোৎসব কমিটি

নিয়মাবলি
  1. শুধুমাত্র কলকাতা এবং সল্টলেক সংলগ্ন অ্যাপার্টমেন্ট, হাউজ়িং সোসাইটি এবং ক্লাবগুলিই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  2. প্রত্যেক প্রতিযোগীকে অনলাইনে রেজিস্ট্রেশন ফর্মটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  3. ১২ অক্টোবরের মধ্যে ফর্ম পূরণ করে তা আনন্দ উৎসবের সংশ্লিষ্ট বিভাগে আপলোড করা বাধ্যতামূলক।
  4. জুরি সদস্যদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিচারকদের সিদ্ধান্তের পরে কোনও অনুরোধ বা আপত্তিকে গ্রাহ্য করা হবে না।
  5. পুরস্কার স্বরূপ আনন্দবাজার অনলাইনের তরফে প্রত্যেক বিজেতাকে একটি সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হবে।
  6. প্রত্যেক অংশগ্রহণকারীদের মণ্ডপ প্রাঙ্গনের কোনও দৃশ্যমান স্থানে ‘আনন্দবাজার অনলাইন’ এবং ‘টেলিগ্রাফ অনলাইন’-এর ব্র্যান্ডিং প্রদর্শন করা বাধ্যতামূলক এবং তা যেন মণ্ডপ পরিদর্শনের সময় বিচারকগণ দেখতে পান।
  7. ব্র্যান্ডিংয়ের জন্য যাবতীয় সামগ্রী আমরা ক্লাব ও সোসাইটিদের প্রদান করব।
  8. পুজো কমিটির তরফে এক বার ফর্ম পূরণের পরে যদি কোনও তথ্য ভুল প্রদান করা , এবং তা যদি সংশোধন করতে হয়, তা হলে বিষয়টি আনন্দবাজার অনলাইন-এর অভ্যন্তরীণ দলকে জানাতে হবে এবং এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
  9. বিশদে জানতে চোখ রাখুন www.anandabazar.com/ananda-utsav-এ।
  10. আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীন ২০২৪-এ যোগদানের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২৪