Rakhi Sawant had gone through a miserable childhood dgtl
Bollywood
১০ বছর বয়সে | অম্বানী পরিবারে খাবার পরিবেশন করেছিলেন ৫০ টাকায়। তার পর আরব সাগরের তটে আছড়ে পড়েছে অসংখ্য ঢেউ। প্রকাশ্যে গায়কের চুম্বন থেকে নায়িকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ— রাখী সবন্ত
এখন খ্যাতির | আলোয় থাকা রাখী একসময় লড়াই করেছেন অনটনের সঙ্গে। তাঁর জন্ম ১৯৭৮ সালের ২৫ নভেম্বর। নাম ছিল নীরু ভেদা।
নিজস্ব প্রতিবেদন, উজ্জ্বল চক্রবর্তী
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৭:৩৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৭
এখন খ্যাতির আলোয় থাকা রাখী একসময় লড়াই করেছেন অনটনের সঙ্গে। তাঁর জন্ম ১৯৭৮ সালের ২৫ নভেম্বর। নাম ছিল নীরু ভেদা। তিনি ছিলেন তাঁর মায়ের আগের
PTI
০২০৭
পরে তিনি রাষ্ট্রীয় আম পার্টি প্রতিষ্ঠা করেন। দলীয় প্রতীক ছিল কাঁচালঙ্কা। কিন্তু ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছিলেন মাত্র ১৫টি। সেই দল ছেড়ে রাখী এখন ‘রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া’ বা ‘আরপিআই’-এর সদস্য।
PTi
০৩০৭
এক বার তনুশ্রী দত্তের সঙ্গেও বাকযুদ্ধে জড়িয়ে পড়েন রাখী। তিনি অভিযোগ করেছিলেন বেশ কয়েক বছর আগে সমকামী তনুশ্রী তাঁকে ১২ বার ধর্ষণ করেছিলেন। এর উত্তরে তনুশ্রীও তীব্র ভাষায় আক্রমণ করেন রাখীকে। বড় অঙ্কের মানহানির মামলাও দায়ের করেন।
PTI
০৪০৭
এর পর সাময়িক বিরতি। ২০১৯-এ রাখী ঘোষণা করেন তিনি বিবাহিত। তাঁর স্বামী রীতেশ প্রবাসী ব্যবসায়ী। কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। তবে স্বামীর ছবি এখনও প্রকাশ করেননি তিনি। জানিয়েছেন, তাঁর স্বামী প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন।
PTI
০৫০৭
কিছু দিনের মধ্যেই তাঁদের সম্পর্ক ভেঙে যায়। রাখী জানান তিনি অর্থের জন্যই এলেশের সঙ্গে এনগেজমেন্ট করেছিলেন। এর পর রাখী ফের খবরে আসেন। জানান, টেলিভিশন ব্যক্তিত্ব দীপক কালালকে বিয়ে করছেন তিনি।
AP Photo
০৬০৭
কিন্তু রাখীর নাচ করা নিয়ে ঘোর আপত্তি ছিল তাঁর পরিবারে। ডান্ডিয়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে তাঁর লম্বা চুল কেটে দিয়েছিলেন কাকা। তাঁর ইচ্ছে হত বাড়ির দমবন্ধ পরিবেশ থেকে পালিয়ে গিয়ে নিজের স্বপ্ন পূর্ণ করতে।
Reuters
০৭০৭
য়া অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বলে তাঁর লম্বা চুল কেটে দিয়েছিলেন কা