টিম ইন্ডিয়ায় ধোনি কি ফিরবেন? ডিন জোন্স বলেছেন, “এই মুহূর্তে ভারতীয় নির্বাচকরা ঋষভ পন্থ ও লোকেশ রাহুলকে নিয়েই এগোতে চাইছেন। যদি এই অবস্থায় আইপিএলে ধোনি দুর্দান্ত খেলে দেয়, তবে ওর ফেরার সম্ভাবনা তৈরি হতে পারে। আর তা না হলে কিন্তু ধোনির জন্য দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। এই বিশ্রাম হয়তো ওর পক্ষে দারুণ হয়ে উঠবে। এই বিশ্রামের পর তরতাজা হয়ে ফিরতে পারে ও। তবে আমার বিশ্বাস, বয়স যত বাড়ে তত বিশ্রামের পর ফেরা কঠিন হয়ে ওঠে।”
দলে ঋষভ পন্থ ও লোকেশ রাহুল থাকলেও ধোনির মতো ফিনিশারের অভাব রয়েছে বলে জানিয়েছেন ডিন জোন্স। তাঁর কথায়, “ও একেবারে সুপারস্টার। ও হল গ্রেট। আমি সব সময় মনে করি যে, গ্রেটদের তাঁদের মতো করেই চলতে দেওয়া উচিত। যতই ঋষভ ও রাহুলকে খেলানো হোক, ফিনিশারের অভাব রয়েছে ভারতের। ভারতের এখন ফিনিশার কে? হার্দিক পাণ্ড্য? ও দলে ভারসাম্য আনতে পারে। কিন্তু ফিনিশার? আমি নিশ্চিত নই।”