করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই ভাল খবর। দেশে খুবই শীঘ্রই শুরু হচ্ছে জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ টিকার ক্লিনিকাল ট্রায়াল। দেশের ৬টি জায়গায় হবে এই ট্রায়াল। কলকাতায় পিয়ারলেস হাসপাতালে এই টিকার ট্রায়াল হবে। এই প্রথম ভারতে কোনও সিঙ্গল ডোজ টিকার ক্লিনিকাল ট্রায়াল হবে। মার্কিন সংস্থা জনসন অ্যান্ড জনসনই প্রথম সংস্থা, যারা সিঙ্গল ডোজ টিকা উৎপাদন করেছে। ক্লিনিকাল ট্রায়ালে উত্তীর্ণ হলেই ভারতে তাদের টিকা বাজারজাত করার পথ সুগম করতে পারবে সংস্থাটি।
গত এপ্রিলে ভারতে ক্লিনিকাল ট্রায়াল করতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে আবেদন জানায় জনসন অ্যান্ড জনসন। এই টিকাটি আদতে একটিই মাত্র ডোজের। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে এই টিকা ৭২ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে সংস্থার তরফে।
ভারতে ইতিমধ্যেই সেরামের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও রাশিয়ার স্পুটনিক ভি টিকা ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টায় ৯৭৮৯৪ নতুন করোনা সংক্রমণ, মোট সুস্থ ৪০ লক্ষ পেরলো

বৃহস্পতিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন বন্ধ, মেট্রো ও সরকারি পরিবহণ অর্ধেক ফাইল চিত্র।