Advertisement
২৭ এপ্রিল ২০২৫
প্রত্যয়ী: সেরা হকি উপহার দেওয়ার প্রতিশ্রুতি মনপ্রীতের

প্রত্যয়ী: সেরা হকি উপহার দেওয়ার প্রতিশ্রুতি মনপ্রীতের ফাইল চিত্র

সেমন্তী ঘোষ
শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৫:১২
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৫৯

গুলি-কাণ্ডে বাকি নিহতের পরিবারের মমতা সবক’টি পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। এর পর মাথাভাঙার জনসভা থেকে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন

 
 
 
 
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৫১

ধবার কোচবিহারের মাথাভাঙায় আনন্দের দাদু এবং মামা দেখা করেন

বুধবার কোচবিহারের মাথাভাঙায় আনন্দের দাদু এবং মামা দেখা করেন মমতার সঙ্গে। গুলি-কাণ্ডে বাকি নিহতের পরিবারের মমতা সবক’টি পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। এর পর মাথাভাঙার জনসভা থেকে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। তবে নির্বাচনী আচরণবিধি চালু থাকায় স্বাভাবিক ভাবেই সেই ‘সাহায্য’ কী ভাবে দেওয়া হবে, তা ঘোষণা করেননি মমতা।

Advertisement
timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৪৮

চতুর্থ দফার ভোটে ১০ এপ্রিল কোচবিহারের শীতলখুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন ১৮

বছরের আনন্দ। জীবনে প্রথম বার ভোট দিতে গিয়ে প্রাণ হারান তিনি। শীতলখুচির ভোটে এর পরেও হিংসা অব্যাহত ছিল। ওই কেন্দ্রের অন্য একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন আরও ৪ জন। গোটা ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়। গোটা বিষয়টি নিয়ে রাজনীতিকরণের অভিযোগ করে বিজেপি। আনন্দকে নিজেদের কর্মী দাবি করে গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ৪ জনের নিহত হওয়া নিয়ে মন্তব্য করলেও রাজবংশী সম্প্রদায়ভুক্ত তথা তাঁদের কর্মী আনন্দের মৃত্যু নিয়ে নীরব মমতা। বুধবার রাজারহাটে ভোটপ্রচারে এ

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৪১

sjdhalksjdkasjd;asdlasd

asdkjaslkdjlaksjdad

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৩৪

নির্বাচন কমিশনের ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞার উঠতেই বুধবার কোচবিহারের মাথাভাঙায় যান মমতা।

aaoisdf oajidsf oajdsf o oadsjof oajidsf

timer শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৫:৩২

সরকারি সহায়তা পাবেন শীতলখুচিতে নিহত আনন্দ বর্মণের পরিবারও।

বুধবার কোচবিহারের মাথাভাঙায় আনন্দের দাদু এবং মামা দেখা করেন মমতার সঙ্গে। গুলি-কাণ্ডে বাকি নিহতের পরিবারের মমতা সবক’টি পরিবারের সঙ্গে কথা বলেন মমতা। এর পর মাথাভাঙার জনসভা থেকে নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন। তবে নির্বাচনী আচরণবিধি চালু থাকায় স্বাভাবিক ভাবেই সেই ‘সাহায্য’ কী ভাবে দেওয়া হবে, তা ঘোষণা করেননি মমতা।

Advertisement
timer শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৭:৪৬ key status

করোনার থাবায় কাঁপছে অল ইংল্যান্ড ওপেনও

তবে এই ম্যাচের আগে দুই দলের পরিসংখ্যান ও বেশ কিছু আকর্ষণীয় তথ্যের দিকে চোখ বুলিয়ে নেওয়া যাক। এখনও পর্যন্ত দুটো দল ২৮বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে মুম্বইয়ের পাল্লা ভারী। তাদের জয় ২১বার। কেকেআর মাত্র ৭বার জয়ের মুখ দেখেছে। গত বছর দুবারের সাক্ষাতেই জয় পেয়েছেন রোহিত।

timer শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৭:৪৪

ধর্না শুরু করার পরেই একের পর আঁকার সরঞ্জাম বার করতে থাকেন তিনি

মঙ্গলবার গাঁধী মূ্র্তির পাদদেশে সকাল ১২টা থেকে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ধর্না শুরু করার পরেই একের পর আঁকার সরঞ্জাম বার করতে থাকেন তিনি। ধর্নার সময়টুকু ছবি আঁকবেন বলে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ক্যানভাস, কাগজ, রঙ, তুলি। ছিল ছোট দুটি টেবিলও। সব সাজিয়ে কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই ছবি আঁকতে শুরু করেন মমতা।

timer শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৭:৪১

এর আগেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি উঠে এসেছে নানা মুহূর্তে

ইতিমধ্যে এই তিন ঘণ্টায় আঁকা ছবিগুলি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগেও মুখ্যমন্ত্রীর আঁকা ছবি উঠে এসেছে নানা মুহূর্তে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে মমতার উপর জারি করা নিষেধাজ্ঞা, তার প্রতিবাদে ধর্না, সাক্ষী রইল ওই কয়েকটি ছবি।

timer শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৭:৪০

৩ ঘণ্টার একক সত্যাগ্রহ!

চলছে রঙ-তুলি। হুইল চেয়ারে বসেই মুখ্যমন্ত্রী মগ্ন ছবিতে। মঙ্গলবার স্লোগান, বক্তব্যহীন ধর্নায় আঁকায় মগ্ন রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি নয়, পরপর একাধিক ছবি আঁকলেন তিনি। আঁকা শেষ হলে সাংবাদিকদের দিকে সেই ছবি ঘুরিয়ে দেখালেন।

মঙ্গলবার গাঁধী মূ্র্তির পাদদেশে সকাল ১২টা থেকে ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। ধর্না শুরু করার পরেই একের পর আঁকার সরঞ্জাম বার করতে থাকেন তিনি। ধর্নার সময়টুকু ছবি আঁকবেন বলে তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ক্যানভাস, কাগজ, রঙ, তুলি। ছিল ছোট দুটি টেবিলও। সব সাজিয়ে কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই ছবি আঁকতে শুরু করেন মমতা।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৬:৪৬

আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনের রোজ বোলে এই ফাইনাল আয়োজিত হবে

একটা সময় দক্ষিণ আফ্রিকার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করলেও কয়েক বছর আগে নিউজিল্যান্ডে চলে আসেন কনওয়ে। এখনও পর্যন্ত দেশের হয়ে ৩টি একদিনের ম্যাচ ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে বেশ নজর কেড়েছেন। তাছাড়া উইকেটরক্ষক হিসেবেও কুড়িয়েছেন প্রশংসা। ফলে তাঁকে দলে নেওয়ার দাবি উঠছিল। সেটা মেনে এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও ভারতের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তাঁকে দলে নেওয়া হয়েছে। আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনের রোজ বোলে এই ফাইনাল আয়োজিত হবে।

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৬:৩০ key status

দলে সুযোগ পেলেন ২৯ বছরের উইকেটরক্ষক ও মারকুটে ব্যাটসম্যান ডেভন কনওয়ে

বিরাট কোহলীর ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামার আগে দল গুছিয়ে নিল নিউজিল্যান্ড। আইপিএল শেষ হলেই আগামী ২ জুন থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কেন উইলিয়ামসনের দল। এরপর ১৮ জুন থেকে শুরু হবে ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এর আগে দুটি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। আর সেই দলে সুযোগ পেলেন ২৯ বছরের উইকেটরক্ষক ও মারকুটে ব্যাটসম্যান ডেভন কনওয়ে। তবে একই সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ২১ বছরের অল রাউন্ডার রচিন রবীন্দ্র ও জোরে বোলার জ্যাকব ডাফি এই দলে সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড

timer শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২১ ১৬:২৬

নির্বাচনী প্রচারে, ইস্তাহারে তাহাদের জন্য প্রতিশ্রুতির ছড়াছড়ি

বহু কাল ভারতের নির্বাচনে মেয়েদের ভোট ছিল পড়িয়া পাওয়া চৌদ্দ আনা। এত দিন পুরুষদের ভোট আদায় করিলে পরিবারের মেয়েদের ভোটও হাসিল হইবে, মনে করিত সকল দল। দিন বদলাইয়াছে, তাই তৃণমূল মেয়েদের মাসিক ‘হাতখরচ’ দিবার অঙ্গীকার করিয়াছে। বিজেপি সরকারি চাকরিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়াছে।

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৭:৪৮ key status

অনেক শ্রমিক কোনও বিরতি না পেয়ে কাজ করে যাচ্ছে

শ্রমিকদের পরিস্থিতি নিয়ে বেশি সরব টোনি। বলেছেন, “অনেক শ্রমিক ওখানে কোনও বিরতি না পেয়ে কাজ করে যাচ্ছে। এমনকি ৫০ ডিগ্রি তাপমাত্রা থাকলেও। অনেক সময় খাবার এবং জলও পাওয়া যাচ্ছে না, যা এই ধরনের তাপমাত্রায় ভাবাই যায় না। চিকিৎসার কোনও সুবিধা নেই। শ্রমিকদের উপরে হিংসাত্মক আচরণ করা হচ্ছে। এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়।” যদিও কাতারের কর্তৃপক্ষের তরফে একথা অস্বীকার করা হয়েছে।

হচ্ছে। এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়।” যদিও কাতারের কর্তৃপক্ষের তরফে একথা অস্বীকার করা হয়েছে।হচ্ছে। এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়।” যদিও কাতারের কর্তৃপক্ষের তরফে একথা অস্বীকার করা হয়েছে।

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৭:৪৮

ভাই ফেলিক্সের সঙ্গে একটি পডকাস্টে টোনি বলেছেন, “অনেক কারণেই কাতারকে বিশ্বকাপের আয়োজন করতে দেওয়া উচিত হয়নি।” কেন? তাঁর সপক্ষে টোনির ব্যাখ্যা, “প্রথমত, শ্রমিকদের অবস্থা ভাল নয়। দ্বিতীয়ত, কাতারে সমকামিতা অপরাধ এবং শাস্তিযোগ্য। পাশাপাশি, ওরা ফুটবল খেলিয়ে দেশও নয়।”

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৭:৪৬ key status

বিশেষ জার্সি পরে প্রতিবাদ করেছেন নরওয়ে, ডেনমার্ক, জার্মানির ফুটবলাররা

কাতারে বিশ্বকাপের আয়োজন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গত কয়েকদিনে একের পর এক দেশকে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। বিশেষ জার্সি পরে প্রতিবাদ করেছেন নরওয়ে, ডেনমার্ক, জার্মানির ফুটবলাররা। এই প্রথম মুখ খুলতে দেখা গেল এক ফুটবলারকে। কাতারে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে সরব হলেন টোনি খুস। তবে বিশ্বকাপ বয়কট করার কথা বলছেন না তিনি।

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৭:০২ key status

ফ্রেন্ডলি ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা অর্থহীন

ভাইচুংকে সমর্থন করে ত্রিশূর থেকে ফোনে বিজয়ন বললেন, ‘‘ভারতের বর্তমান দলে অধিকাংশই তরুণ ফুটবলার। ওদের অভিজ্ঞতা কম। সুনীল ছেত্রীকে ছাড়াই ওরা অসাধারণ খেলে ড্র করেছিল ওমানের বিরুদ্ধে। তখন সকলেই দারুণ প্রশংসা করেছিলেন ইগরের পরিকল্পনার। আমিরশাহির বিরুদ্ধে হারতেই সমালোচনা শুরু হয়ে গেল।’’ তিনি আরও বললেন, ‘‘ফ্রেন্ডলি ম্যাচই তো পরীক্ষা-নিরীক্ষার সেরা জায়গা। কেউ কেউ বলছেন, আমিরশাহির মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার পরিকল্পনাই ভুল ছিল। আমি কিন্তু তাঁদের সঙ্গে একমত নই। ফ্রেন্ডলি ম্যাচে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা অর্থহীন। ফুটবলারেরা কেমন তা বোঝা যায় না। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেললেই বাস্তবটা পরিষ্কার হয়ে যায়।’’

ভারতের বর্তমান দলে অধিকাংশই তরুণ ফুটবলার। ওদের অভিজ্ঞতা কম। সুনীল ছেত্রীকে ছাড়াই ওরা অসাধারণ খেলে ড্র করেছিল ওমানের বিরুদ্ধে।
timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৬:২৩ key status

ফ্রেন্ডলি ম্যাচই হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা করার সেরা মঞ্চ

সপ্তম আইএসএলে দুর্দান্ত খেলেছেন বিপিন সিংহ, লিস্টন কোলাসো, আকাশ মিশ্র, মাশহুর শেরিফ-সহ একঝাঁক ফুটবলার। ভাইচুং ভুটিয়া

ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা দুই তারকা ভাইচুং ভুটিয়া ও আই এম বিজয়নও ইগরের পাশে দাঁড়িয়েছেন। বুধবার সিকিম থেকে ফোনে আনন্দবাজারকে ভাইচুং বললেন, ‘‘আমার মতে আমিরশাহির বিরুদ্ধে ০-৬ হার নিয়ে গেল গেল রব তোলার কোনও কারণ নেই। ইগর ঠিক পথেই এগোচ্ছেন। মনে রাখতে হবে ম্যাচটা ফ্রেন্ডলি ছিল।’’ তিনি যোগ করলেন, ‘‘আইএসএল থেকে এ বার অনেক নতুন ফুটবলার জাতীয় দলে নিয়েছেন ইগর। ফ্রেন্ডলি ম্যাচই হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা করার সেরা মঞ্চ। ইগর কোনও ভুল করেননি।’’

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৬:১৫ key status

ম্যাচের ফল নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন।

আমিরশাহি ম্যাচে বিপর্যয়ের পরে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেননি জাতীয় কোচ। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে কোন কোন ফুটবলার খেলার যোগ্য, তা দেখে নেওয়াই মূল উদ্দেশ্য ছিল তাঁর। ম্যাচের ফল নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। তাঁর যুক্তি, একমাত্র ফ্রেন্ডলি ম্যাচেই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব। কোনও প্রতিযোগিতায় এই ধরনের ঝুঁকি নেওয়া যায় না। অভিজ্ঞতা অর্জন করার জন্য ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে এগিয়ে থাকা দলগুলির বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন ইগর। সূত্রের খবর, দ্রুত ফুটবলারদের সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ জানাবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে।

caption update attribute

timer শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৬:০৯ key status

নবীর সিংহের গোলে ১-১ হয়েছিল ম্যাচ

দুবাইয়ে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে ওমানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিল ভারতীয় দল। মনবীর সিংহের গোলে ১-১ হয়েছিল ম্যাচ। কিন্তু পরের ম্যাচেই বিপর্যয়। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ০-৬ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়েন ভারতীয় দলের ফুটবলারেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy