Sakshi Dhoni and Anushka Sharma have common past dgtl
Virat Kohli
সাক্ষী এবং অনুষ্কার অতীত কিন্তু একে অন্যের সঙ্গে জড়িয়ে
তাঁদের দু’জনের পরিচয় কিন্তু স্বামীদের খেলা দেখতে গিয়ে মাঠের গ্যালেরিতে নয়। কোনও ম্যাচ হওয়ার পর আফটার পার্টিতেও নয়!
প্রিয়ঙ্কর ব্যানার্জী
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৮:৩৭
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
মিল বলতে প্রথমেই যা মনে আসে তা হল, তাঁরা দু’জনেই ভারতীয় ক্রিকেট দলের দুই খেলোয়ারের স্ত্রী। অনুষ্কার স্বামী বিরাট কোহালি বর্তমানে ভারতীয় দলের অধিনায়ক এবং সাক্ষীর স্বামী মহেন্দ্র সিংহ ধোনিও এক সময় সেই পদে নিযুক্ত ছিলেন।
০২০৫
দু’জনেই পরিবার সামলে নিজেদের পেশাগত জীবনে সফল।
০৩০৫
সোমবার থেকে তাঁদের মিলের তালিকাটা আরও একটু লম্বা হল। সাক্ষীর মতোই অনুষ্কাও এখন এক ফুটফুটে কন্যাসন্তানের মা।
০৪০৫
এই কয়েকটি ছাড়াও দু’জনের মধ্যে আরও একটি মিল রয়েছে, যা খুব কম মানুষেরই জানা। তাঁদের দু’জনের পরিচয় কিন্তু স্বামীদের খেলা দেখতে গিয়ে মাঠের গ্যালেরিতে নয়। কোনও ম্যাচ হওয়ার পর আফটার পার্টিতেও নয়! তা হলে?
০৫০৫
স্বাক্ষী এবং অনুষ্কা এক সময় সহপাঠী ছিলেন। আজ্ঞে হ্যাঁ। অনুষ্কা নিজেই ফাঁস করেছিলেন এই সিক্রেট। ২০১২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি এবং সাক্ষী অসমের একটা ছোট গ্রামে থাকতাম। পরে সাক্ষী যখন বলেছিল ও সেই গ্রামে থাকত, আমিও ওঁকে বলেছিলাম ওই একই গ্রামে আমিও থাকতাম।