Ian Bell admits his mistake for which MS Dhoni received spirit of cricket award dgtl
ধোনি পেয়েছিলেন ক্রিকেট সম্প্রীতির পুরস্কার, ১০ বছর পরে দোষ স্বীকার ইংরেজ ক্রিকেটারের
শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৭:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৩
ঘটনার ১০ বছর পর দোষ স্বীকার করলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেল। ২০১১ সালের সেই ঘটনার জন্য দশকের সেরা ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি।
ছবি টুইটার থেকে নেওয়া।
০২০৩
যে ঘটনার জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন সেখানে তাঁর দোষ ছিল বলে স্বীকার করলেন বেল। কী ঘটেছিল ২০১১ সালে?