চিনা বিমানবাহিনীর যুদ্ধ মহড়ার কারণে তাইওয়ানের আকাশপথে ঢুকতে পারছে না বিভিন্ন দেশের অসামরিক উড়ান। এই পরিস্থিতিতে তাইপেইয়ের শোংশান বিমানবন্দর থেকে এক-এক করে বিদেশি বিমান মুখ ঘুরিয়ে নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা সত্যি হলে আর্থিক বিপর্যয়ের মুখে পড়তে পারে তাইওয়ান সরকার।
মঙ্গলবার রাতে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইপেই পৌঁছনোর পরেই তাইওয়ান প্রণালীতে সক্রিয়তা শুরু করে চিনা বিমানবহর। তাইওয়ানের বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট সামরিক অভিযানের’ হুমকিও দেওয়া হয়। বুধবার পেলোসির বিমান তাইওয়ান ছেড়ে দক্ষিণ কোরিয়া পাড়ি দেওয়ার পরে তাইওয়ানের আকাশে চিনা বিমানবহরের গতিবিধি আরও বেড়েছে। জবাবে ‘তৎপরতা’ শুরু করেছেন তাইওয়ানের বায়ুসেনাও।
বার্মিংহামে স্বপ্নপূরণ সিন্ধুর

আকাশপথের পরে এ বার অবরোধ জলপথে। ছ’দিক থেকে ঘিরে চিনসাগরের ‘দ্বীপরাষ্ট্রের’ বন্দরগুলিকে নিষ্ক্রিয় করে দিতে সক্রিয় হয়েছে বেজিং। শুক্রবার থেকে ফুজিয়ান প্রদেশ লাগোয়া তাইওয়ান প্রণালীর পিংটন দ্বীপের অদূরে আকাশ এবং জলযুদ্ধের মহড়া শুরু করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। তাইওয়ান থেকে এই এলাকার দূরত্ব ২০ কিলোমিটারেরও কম।
- ফাইনালে খাতায়কলমে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হল।
- দু’জনের মধ্যে একাধিক লম্বা র্যালি হল। কখনও জিতলেন সিন্ধু। কখনও মিশেল। প্রথম গেমে সমানে সমানে লড়াই হল।
- সিন্ধু ১৮-১৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর স্নায়ুর চাপ ধরে রাখতে পারলেন না কানাডার প্রতিযোগী। একাধিক ভুল করলেন।
- সেই সুযোগ কাজে লাগিয়ে ২১-১৫ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ভারতীয় প্রতিযোগী।
দ্বিতীয় গেমে অবশ্য প্রথম গেমের মতো সমানে সমানে লড়াই দেখা গেল না। এই গেমে বিশ্ব ক্রমতালিকায় ৭ নম্বরে থাকা সিন্ধু খেলার কৌশল পরিবর্তন করেন। খেলার গতি সামান্য কমিয়ে দেন অভিজ্ঞ ব্যাডমিন্টন খেলোয়াড়। তাতে কাজ হয়। শুরুর আগ্রাসী ছন্দ হারাতে শুরু করেন মিশেল। নেটের সামনে ভুল করতে শুরু করলেন। সেই সুযোগে ৯-৩ ব্যবধানে এগিয়ে যান সিন্ধু। প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও লাভ হয়নি। এই ব্যবধান আর কমাতে পারেননি মিশেল। শেষ পর্যন্ত সিন্ধু দ্বিতীয় গেম জিতলেন ২১-১৩ ব্যবধানে।

আরও পড়ুন:
এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জেতেন সিন্ধু। অলিম্পিক্সে দু’টি পদক ছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সিঙ্গলসে সোনা-সহ পাঁচটি পদক। এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। মিক্সড দলগত বিভাগের ফাইনালে হারের পরেই সিন্ধু জানান, সিঙ্গলসে সোনা ছাড়া কিছু ভাবছেন না। কথা রাখলেন হায়দরাবাদের তরুণী। বার্মিংহাম গেমস থেকে ভারতকে এনে দিলেন ১৯তম সোনার পদক।
আরও পড়ুন:
-
বার্মিংহামে স্বপ্নপূরণ সিন্ধুর, কমনওয়েলথের অধরা সোনা জিতলেন প্রাক্তন বিশ্বজয়ী
-
প্রেসিডেন্ট ভোটে বাইডেনের জয় অনুমোদন কংগ্রেসের, মানলেন ট্রাম্পও ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন বাইডেন।
-
আপনার আজকের দিন- ১৫ জুলাই, ২০২২
-
প্রেসিডেন্ট ভোটে বাইডেনের জয় অনুমোদন কংগ্রেসের, মানলেন ট্রাম্পও ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন বাইডেন।
-
প্রেসিডেন্ট ভোটে বাইডেনের জয় অনুমোদন কংগ্রেসের, মানলেন ট্রাম্পও ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেবেন বাইডেন।
-
আপনার আজকের দিন- ১৫ জুলাই, ২০২২