মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রবেশের ‘পাস’ নিয়ে সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি নেতাজি ইন্ডোরের সামনে। সেই সময় চাকরিহারাদের ‘পাস’ কেড়ে নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করল পুলিশ। টেনে নিয়ে গিয়ে ভ্যানে তোলা হয়েছে ওই যুবককে।
‘পাস’ দেখে চাকরিহারাদের লাইন করিয়ে নেতাজি ইন্ডোরের ভিতরে প্রবেশ করিয়েছে পুলিশ। যাঁদের কাছে ‘পাস’ নেই, তাঁরা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কবে কী ভাবে এই ‘পাস’ দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
চাকরিহারাদের ‘পাস’ বণ্টনের ক্ষেত্রে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’ নামে একটি সংগঠনকে। সংগঠনটির দাবি, তাদের তরফ থেকে যাঁরা আদালতে মামলা করেছিলেন, তাঁদের নামের তালিকা রয়েছে। সরকারই তাদের এই ‘পাস’ দিয়েছে। যদিও সরকারের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। ‘পাস’ নিয়ে এই গোলমাল কেন, এই প্রশ্নের উত্তরে ওই সংগঠনের দাবি, অযোগ্য চাকরিহারারাই আগেভাগে নেতাজি ইন্ডোরের সামনে জড়ো হয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)