Advertisement
১৫ জানুয়ারি ২০২৫

মোহনবাগানের চিন্তা মনবীর সিংহ, মহমেডানকে উইং দিয়ে আক্রমণ শানানোর পরামর্শ ভাস্করের মোহনবাগানের চিন্তা মনবীর সিংহ, মহমেডানকে উইং দিয়ে আক্রমণ শানানোর পরামর্শ ভাস্করের

মহমেডানের গতির সামনে সবুজ-মেরুনের প্রধান পরীক্ষা রক্ষণকে সামলানো। যুবভারতীতে দুই উইং দিয়ে আক্রমণ শানানোর মহড়া লিস্টন কোলাসোদের।

মনবীর সিংহ।

মনবীর সিংহ। —ফাইল ছবি।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা, সুপ্রতিম কর্মকার, ঝুলন গোস্বামী
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নিজস্ব সংবাদদাতা, সুপ্রতিম কর্মকার, ঝুলন গোস্বামী
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১২:৫২
Share: Save:

একটা দল শেষ ম‌্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-৩ গোলে পর্যদুস্ত হয়েছে, অন‌্য দল আইএসএলে প্রথম জয় পেয়েছে। শনিবার ডার্বিতে নামার আগে অবশ‌্য মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং দুই দলই রয়েছে ফুরফুরে মেজাজে।

কলকাতায় সোনার দাম

বৃহস্পতিবার (০৭ নভেম্বর, ২০২৪)

পাকা সোনার বাট

৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম

১ গ্রাম
₹ ৬৬৬৬
১০ গ্রাম
₹ ৬৬৬৬০

আজকের হলমার্ক সোনার দাম জানতে

ক্লিক করুন

কলকাতায় সোনার দাম

বৃহস্পতিবার (০৭ নভেম্বর, ২০২৪)

পাকা সোনার বাট

৯৯৫০/ ২৪ ক্যাঃ ১০ গ্রাম

১ গ্রাম
₹ ৬৬৬৬
১০ গ্রাম
₹ ৬৬৬৬০

আজকের হলমার্ক সোনার দাম জানতে

ক্লিক করুন

একটা দল শেষ ম‌্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ০-৩ গোলে পর্যদুস্ত হয়েছে, অন‌্য দল আইএসএলে প্রথম জয় পেয়েছে। শনিবার ডার্বিতে নামার আগে অবশ‌্য মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহমেডান স্পোর্টিং দুই দলই রয়েছে ফুরফুরে মেজাজে।

মহমেডানের গতির সামনে সবুজ-মেরুনের প্রধান পরীক্ষা হতে চলেছে রক্ষণকে সামলানো। বৃহস্পতিবার যুবভারতীতে দুই উইং দিয়ে আক্রমণ শানানোর মহড়া চলে লিস্টন কোলাসোদের। তবে মনবীর সিংহের পুরো ম‌্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে, কারণ তিনি মাঠে এলেও অনুশীলন করেননি। তবে কোচ হোসে মলিনা তাঁকে নিয়ে আশাবাদী। সেই সঙ্গে স্বস্তি জোগাবে আলবের্তো রদ্রিগেসের পুরোদমে অনুশীলন করা।

  • অন‌্য দিকে মহমেডানের অনুশীলনে ফুটবলারদের উজ্জীবিত করতে হাজির হয়েছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ‌্যায়ছিলেন সাদা-কালো কর্তারাও। ডার্বি জিততে পারলে ইনসেনটিভ দেওয়ার কথাও বলা হয়।
  • শেষ তিন ম‌্যাচের আক্রমণাত্মক ফুটবলই মোহনবাগানের বিরুদ্ধেও খেলবে মহমেডান। শুক্রবার সকালেই শহরে পা রাখছেন মহমেডানের ষষ্ঠ বিদেশি ফ্রান্সের ফ্লোরেন্ট ওগিয়ের।

আইএসএলে বৃহস্পতিবার ওড়িশা এফসি বনাম কেরল ব্লাস্টার্স দ্বৈরথ ২-২ ফলে শেষ হল।

মোহনবাগান ফুটবল দল।

মোহনবাগান ফুটবল দল। —ফাইল চিত্র।

মোহনবাগান ফুটবল দল।

মোহনবাগান ফুটবল দল।

কৃষ্ণনগরকাণ্ডে সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করেছে রাজ্য পুলিশ। ওই ঘটনার তদন্তে সিআইডি (রাজ্য গোয়েন্দা বিভাগ)-র সাহায্যও নেওয়া হচ্ছে বলে বৃহস্পতিবার জানালেন এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। বুধবার কৃষ্ণনগরে এক তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। ‘নির্যাতিতা’র পরিবারের দাবি, তাঁকে গণধর্ষণ করে খুন করা হয়েছে।

‘নির্যাতিতা’র মা জানিয়েছেন, রাজ্য পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি চান সিবিআই মেয়ের মৃত্যুর তদন্ত করুক। এডিজি (দক্ষিণবঙ্গ) জানিয়েছেন, শোকগ্রস্ত ওই পরিবারের দাবির প্রতি তাঁদের পূর্ণ মর্যাদা রয়েছে।

বৃহস্পতিবার কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল (জেএনএম) হাসপাতালে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘নির্যাতিতা’র দেহের ময়নাতদন্ত হচ্ছে। পরিবারই এই দাবি জানিয়েছিল। সেই দাবি মেনে আদালতের দ্বারস্থ হয় পুলিশ। এ প্রসঙ্গে এডিজি (দক্ষিণবঙ্গ) বলেন, ‘‘আমরা এই নিয়ে আদালতে আবেদন করি। আদালত তা মঞ্জুর করেছে। বৃহস্পতিবার কল্যাণীর জেএনএম হাসপাতালে বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত চলছে।’’ পরিবারের অভিযোগ, গণধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে। এ প্রসঙ্গে সুপ্রতিম জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না। তাঁর কথায়, ‘‘মৃত্যুর সঠিক কারণ কী, তা ময়নাতদন্তের রিপোর্ট যত ক্ষণ হাতে না আসছে, তত ক্ষণ নিশ্চিত করে বলা যাবে না।

তদন্ত চলছে।’’ এর পরেই সুপ্রতিম জানান, এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে। সিটের নেতৃত্বে রয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার অমরনাথ কে। তিনি বলেন, ‘‘ঘটনার নেপথ্যে সব সম্ভাব্য কারণ আমরা খতিয়ে দেখছি। সিআইডির সাহায্য নিচ্ছি। ঘটনাস্থলে এডিজি (সিআইডি) এসেছেন দল নিয়ে। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা এসেছেন। আমরা আশাবাদী, সত্য প্রকাশ পাবে।’’

কী কথা হল মমতা-জুনিয়র ডাক্তার বৈঠকে ডাক্তার

বিরূপাক্ষর নাম শুনতেই ‘বিরক্ত’ মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী

সমর্থকেরা চাইলে তৃতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে রাজি ডোনাল্ড ট্রাম্প। বুধবার আমেরিকার ভাবী প্রেসিডেন্ট নিজেই সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে আমেরিকার আইনসভার নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসের সদস্যদের সঙ্গে দেখা করেন ট্রাম্প। ওয়াশিংটনের একটি হোটেলে তাঁদের সামনে দাঁড়িয়েই ট্রাম্প জানান, সমর্থকেরা চাইলে তিনি তৃতীয় বারও প্রেসিডেন্ট হতে রাজি!

আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অনুষ্ঠানে তিতাসের (বাঁ দিকে) হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। —নিজস্ব চিত্র।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy