Japan predicts mega quake may hit their country, up to 3 lakh people may die dgtl
Lok Sabha Election 2024
ধেয়ে আসছে মহাভূমিকম্প, মৃত্যু হতে পারে তিন লক্ষ মানুষের! রিপোর্ট প্রকাশ করে জানাল জাপান
জাপান সরকার রিপোর্টে উল্লেখ করেছে, সম্ভাব্য ‘মহাভূমিকম্প’-এর কারণে ১২.৩ লক্ষ মানুষ অর্থাৎ, সে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে।
প্রকর্ষ সিকদার
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১২:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৪৪
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভারতের প্রতিবেশী দেশ মায়নমার। শুক্রবারের ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে সে দেশের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয়েছে বহু মানুষের। তার মধ্যেই এ বার ‘মহাভূমিকম্প’ এবং সুনামির আশঙ্কা প্রকাশ করল ‘উদীয়মান সূর্যের দেশ’ জাপান।
Att:বৈশিষ্ট্য
০২৪৪
Cap:তীব্র ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করে সোমবার একটি রিপোর্ট প্রকাশ করেছে জাপান সরকার। সেই রিপোর্টে সরকারের আশঙ্কা, ‘মহাভূমিকম্প’ এবং তার ফলে সৃষ্ট সুনামির কারণে জাপানে প্রায় তিন লক্ষ মানুষ মারা যেতে পারেন। আর্থিক ক্ষতি হতে পারে ২ লক্ষ কোটি ডলারের, যা সে দেশের মোট জিডিপির অর্ধেক!
Att: বৈশিষ্ট্য
০৩৪৪
Cap: ছবির ক্যাপশন
০৪৪৪
২০২৪ সালে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল দক্ষিণ জাপানে। সেই ভূকম্পনের পরেই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এই সতর্কতা জারি করা হয়েছে বলে খবর।
০৫৪৪
০৬৪৪
জাপান সরকার রিপোর্টে আরও উল্লেখ করেছে, সম্ভাব্য ‘মহাভূমিকম্প’-এর কারণে ১২.৩ লক্ষ মানুষ অর্থাৎ, সে দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে হবে। সেই মতোই নাকি তৈরি হচ্ছে ‘যুদ্ধের’ পরিকল্পনা।
০৭৪৪
রিপোর্টে বলা হয়েছে, ‘মহাভূমিকম্প’ হলে কম্পনের সম্ভাব্য উৎস হবে ‘নানকাই ট্রফ’ নামে সমুদ্রের তলদেশের একটি এলাকা।
০৮৪৪
রিপোর্টে বলা হয়েছে, ‘মহাভূমিকম্প’ হলে কম্পনের সম্ভাব্য উৎস হবে ‘নানকাই ট্রফ’ নামে সমুদ্রের তলদেশের একটি এলাকা।
১০৪৪
২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর থেকেই ‘মহাভূমিকম্প’ আসতে পারে কি না তা নিয়ে আগাম সতর্কতা জারি করার নিয়ম চালু হয়েছে জাপানে।
১১৪৪
২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প, সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর থেকেই ‘মহাভূমিকম্প’ আসতে পারে কি না তা নিয়ে আগাম সতর্কতা জারি করার নিয়ম চালু হয়েছে জাপানে।
২০১১ সালে
১২৪৪
জাপান সরকারের অনুমান অনুযায়ী, আগামী ৩০ বছরের মধ্যে নানকাই খাদে ৮-৯ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা ৭০-৮০ শতাংশ।
২০১১ সালে
১৩৪৪
১৫৪৪
যে হু হু করে কমতে শুরু করবে, তা আগে জানা যায়নি।
১৬৪৪
1234
১৭৪৪
নানকাই ট্রফ’ কেন এত বিপজ্জনক? বিশেষজ্ঞেরা জানিয়েছেন, নানকাই খাদে শতাব্দীর পর শতাব্দী ধরে ‘টেকটোনিক স্ট্রেন’ (পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটগুলির বিকৃতি, যা টেকটোনিক চাপের কারণে ঘটে) জমেছে, যা ধারাবাহিক ভাবে বড় বড় ভূমিকম্পের কারণ হয়ে উঠতে পারে।
1234
১৮৪৪
তোহোকু এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় সতর্ক করা হয়েছে, ‘নানকাই ট্রফ’-এ ৭-এর বেশি মাত্রার ভূমিকম্প হলে এক সপ্তাহের মধ্যে স্বাভাবিকের চেয়ে ১০০-৩,৬০০ গুণ বেশি ভূমিকম্প তৈরি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
১০০-৩
১৯৪৪
মানুষও আর থাকবে না। সলমনের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক অত্যাচারের অভিযোগ তুলে সরব হয়েছিলেন আরও এক বলি অভিনেত্রী। সলমনের সঙ্গে দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন তিনি।