
বিশ্বকাপে হার রোহিতদের, কোন পথে দক্ষিণ আফ্রিকার কাছে হারল ভারত? ছবি: এএফপি।
Best caption ever
this is caption
ভগবানের ইচ্ছাতেই নাকি গুজরাতের মোরবীর সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের! আদালতে এমনটাই মন্তব্য করলেন এই ঘটনায় অভিযুক্ত ‘ওরেভা’ সংস্থার গ্রেফতার হওয়া ম্যানেজার।
ভগবানের ইচ্ছাতেই নাকি গুজরাতের মোরবীর সেতু ভেঙে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের! আদালতে এমনটাই মন্তব্য করলেন এই ঘটনায় অভিযুক্ত ‘ওরেভা’ সংস্থার গ্রেফতার হওয়া ম্যানেজার।
সেতু ভাঙার পর থেকেই ‘ওরেভা’ সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেটি আদপে একটি ঘড়ি প্রস্তুতকারক সংস্থা। প্রশ্ন উঠছে, এ রকম সংস্থাকে কী করে সেতু সংস্কারের বরাত দিল প্রশাসন?
দেশ জুড়ে সমস্ত পরিসরে কেন্দ্রীয় শাসকদের আধিপত্য প্রতিষ্ঠার অক্লান্ত অভিযান অনেক দূর সফল— গণতন্ত্রের রক্ষাকবচ হিসাবে গণ্য বিভিন্ন প্রতিষ্ঠানকে তাঁবে আনা গিয়েছে; বিরোধী রাজনীতিকদের অনেকেই, তদন্তের ভয়ে হোক বা নানা ধরনের প্রাপ্তিযোগের বিনিময়েই হোক, শিবির অথবা সুর বদলেছেন; সংসদের কথা বলা বাহুল্য;
কেবল বিজেপি শাসিত রাজ্য নয়, অন্য রাজ্য সরকারগুলিকেও আপন আপন এলাকায় ‘বেয়াড়া’ কলমধারীদের প্রতি কঠোর হওয়ার এই উপদেশ বর্ষণের মধ্যে এক ধরনের চতুর কৌশল আছে বইকি।
এক কথায় বললে তার নাম: উদ্বেগ। এক কথায় বললে তার নাম: উদ্বেগ।
বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী পরামর্শটির তাৎপর্য সহজবোধ্য। এতদ্দ্বারা তিনি রাজ্য সরকারগুলিকেও বিরোধী দমন অভিযানে শামিল করতে উদ্যোগী হয়েছেন।
দ্বিতীয় একটি কারণও থাকা সম্ভব। ছবি: এএফপি।
একটি সম্ভাব্য কারণ নিহিত আছে স্থানকালপাত্রে। ছবি: পিটিআই
2⃣2⃣0⃣ international matches 👍
— BCCI (@BCCI) November 1, 2022
1⃣1⃣1⃣1⃣9⃣ international runs 👌
Here's wishing @VVSLaxman281 - one of the finest batters to have ever graced the game & the present Head Cricket, NCA - a very happy birthday. 👏 🎂#TeamIndia pic.twitter.com/5SliC2hXXH
যে প্রধানমন্ত্রী আজ অবধি সংবাদমাধ্যমে কার্যত কোনও যথার্থ প্রশ্নবাচী সাক্ষাৎকারে অবতীর্ণ হননি, তিনি— বিরোধিতা দূরস্থান— ভিন্নমতকে কী চোখে দেখেন সে কথা নতুন করে বলবার কিছুমাত্র প্রয়োজন আছে কি?
‘কলমধারী নকশাল’দের নির্মূল করার জন্য রাষ্ট্রশক্তির যথেচ্ছ প্রয়োগ দেশ জুড়ে ঘটেই চলেছে, তেমন কত ‘বিপজ্জনক’ মানুষ বছরের পর বছর কারাবন্দি হয়ে আছেন, কেউ কেউ কারাগারেই প্রাণও হারিয়েছেন, সেই বৃত্তান্ত তো কারও অজানা নয়!
বিভিন্ন পরিসরে সচেতন ও সক্রিয় নাগরিকরা অনেকেই বলেছেন, সঙ্ঘ পরিবারের শাসকরা যে কোনও প্রতিবাদের প্রতিই অসহিষ্ণু, তাই ক্রমাগত নিজেদের মস্তিষ্ক হাতড়ে এমন সব তকমা আমদানি করে প্রতিবাদীদের দাগিয়ে দেন এবং আক্রমণের নিশানা করে তোলেন
প্রধানমন্ত্রী ও তাঁর মনন-সঙ্গীরা যে ধারার চিন্তনে অভ্যস্ত, তাতে তাঁদের চিন্তাসমুদ্র মন্থন করে এমন বাণী উঠে এলে বিস্ময়ের কিছু নেই।
বিরোধী রাজনীতিক, নিষ্ঠাবান সমাজকর্মী, স্বাধীনচেতা আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন পরিসরে সচেতন ও সক্রিয় নাগরিকরা অনেকেই বলেছেন ছবি: পিটিআই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy