তিনি অসুস্থ। চলচ্ছক্তিহীন। কিন্তু সেই অসুস্থ, চলচ্ছক্তিহীন, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসা প্রাক্তন মুখ্যন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের দু’টি বই নতুন করে বিপুল সংখ্যায় ছাপতে চলেছে সিপিএমের দলীয় প্রকাশনা সংস্থা ‘ন্যাশনাল বুক এজেন্সি’ (এনবিএ)। শারদ উৎসবে বইয়ের স্টল দেওয়া সিপিএমের বরাবরের সাংগঠনিক কর্মসূচি। পুজোর মাস দেড়েক বাকি থাকতেই সেই কাজ শুরু করে দিল তাদের প্রকাশনা সংস্থা।
২০১৮ সাল থেকেই মোটামুটি গৃহবন্দি বুদ্ধদেব। সে বছর পুজোতেই তাঁর লেখা ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ প্রকাশ করেছিল এনবিএ। সেই বই হইহই করে বিকিয়েছিল বামমহলে। তার পরের বছর শারদীয়ায় ফের বুদ্ধদেবের নতুন বই প্রকাশ করে দলের প্রকাশনা সংস্থাটি। ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’য় চিনা বিপ্লবের কথা লিখেছিলেন তিনি। সেই দু’টি বইই এ বার নতুন করে ছাপার পরিকল্পনা নিয়েছে এনবিএ।
প্রকাশনা সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে বলেছেন, ‘‘ওই দু’টি বইয়ের এ বারও বিপুল চাহিদা থাকবে। সেই মতো আমরা বই দু’টির পুনর্মুদ্রণ করছি।’’ তিনি জানিয়েছেন, তাঁদের থেকে সিপিএমের ৭০০-র বেশি বই বিপণিতে বইগুলি যাবে। গড়পড়তা হিসাব ধরে নতুন করে বুদ্ধদেবের জোড়া বই ছাপতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তবে সংখ্যা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য জানাতে চাননি অনিরুদ্ধ। যদিও সিপিএম সূত্রের খবর, দু’টি বই মিলিয়ে ৩৫ হাজারের বেশি কপি ছাপা হবে।
বেশ কয়েক বছর আগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা দু’টি বই ‘চিলিতে গোপনে’ এবং ‘বিপন্ন জাহাজে এক নাবিকের গল্প’ বাংলায় অনুবাদ করেছিলেন বুদ্ধদেব। চিলির বিশিষ্ট কবি পাবলো নেরুদার কবিতাও অনুবাদ করেছিলেন তিনি। সরকার থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর লেখা দু’টি বই ‘ফিরে দেখা’ এবং ‘ফিরে দেখা ২’ সাড়া ফেলেছিল বাম কর্মী-সমর্থকদের মধ্যে। তার অনেক আগে যখন জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব, তখন তাঁর লেখা নাটক ‘দুঃসময়’ বঙ্গ রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
বেশ কয়েক বছর আগে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা দু’টি বই ‘চিলিতে গোপনে’ এবং ‘বিপন্ন জাহাজে এক নাবিকের গল্প’ বাংলায় অনুবাদ করেছিলেন বুদ্ধদেব। চিলির বিশিষ্ট কবি পাবলো নেরুদার কবিতাও অনুবাদ করেছিলেন তিনি। সরকার থেকে বামফ্রন্ট চলে যাওয়ার পর লেখা দু’টি বই ‘ফিরে দেখা’ এবং ‘ফিরে দেখা ২’ সাড়া ফেলেছিল বাম কর্মী-সমর্থকদের মধ্যে। তার অনেক আগে যখন জ্যোতি বসুর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন বুদ্ধদেব, তখন তাঁর লেখা নাটক ‘দুঃসময়’ বঙ্গ রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
২০১৮ সাল থেকেই মোটামুটি গৃহবন্দি বুদ্ধদেব। সে বছর পুজোতেই তাঁর লেখা ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ প্রকাশ করেছিল এনবিএ। সেই বই হইহই করে বিকিয়েছিল বামমহলে। তার পরের বছর শারদীয়ায় ফের বুদ্ধদেবের নতুন বই প্রকাশ করে দলের প্রকাশনা সংস্থাটি। ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’য় চিনা বিপ্লবের কথা লিখেছিলেন তিনি। সেই দু’টি বইই এ বার নতুন করে ছাপার পরিকল্পনা নিয়েছে এনবিএ।
২০১৮ সাল থেকেই মোটামুটি গৃহবন্দি বুদ্ধদেব। সে বছর পুজোতেই তাঁর লেখা ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ প্রকাশ করেছিল এনবিএ। সেই বই হইহই করে বিকিয়েছিল বামমহলে। তার পরের বছর শারদীয়ায় ফের বুদ্ধদেবের নতুন বই প্রকাশ করে দলের প্রকাশনা সংস্থাটি। ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’য় চিনা বিপ্লবের কথা লিখেছিলেন তিনি। সেই দু’টি বইই এ বার নতুন করে ছাপার পরিকল্পনা নিয়েছে এনবিএ।