বক্সীরহাটে সংক্ষিপ্ত সভার পরে তুফানগঞ্জে প্রাতরাশ করতে গিয়েছেন রাহুল এবং তাঁর যাত্রাসঙ্গীরা। বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমার খাগড়াবাড়ি, মা ভবানী এলাকায় পদযাত্রা করার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। তবে সেই কর্মসূচির কিছুটা রদবদল হতে পারে বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের দাবি, পদযাত্রার পরিবর্তে গাড়িতে করেই ‘ন্যায় যাত্রা’ সারবেন রাহুল। সময় সংক্ষেপ করতেই এই সিদ্ধান্ত। কারণ কোচবিহারের যাত্রা শেষ করে তিনি পৌঁছে যাবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকেই দিল্লির উদ্দেশে দুপুরের পরেই রওনা দেবেন রাহুল।বক্সীরহাটে সংক্ষিপ্ত সভার পরে তুফানগঞ্জে প্রাতরাশ করতে গিয়েছেন রাহুল এবং তাঁর যাত্রাসঙ্গীরা। বৃহস্পতিবার কোচবিহার সদর মহকুমার খাগড়াবাড়ি, মা ভবানী এলাকায় পদযাত্রা করার কথা প্রাক্তন কংগ্রেস সভাপতির। তবে সেই কর্মসূচির কিছুটা রদবদল হতে পারে বলে কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে। ওই সূত্রের দাবি, পদযাত্রার পরিবর্তে গাড়িতে করেই ‘ন্যায় যাত্রা’ সারবেন রাহুল। সময় সংক্ষেপ করতেই এই সিদ্ধান্ত। কারণ কোচবিহারের যাত্রা শেষ করে তিনি পৌঁছে যাবেন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকেই দিল্লির উদ্দেশে দুপুরের পরেই রওনা দেবেন রাহুল।