Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Abp Tag Test

আরজি করের আশপাশের এলাকায় জমায়েত নয়, ৩০ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল পুলিশের

পুজোর দিনগুলিতে কী হবে আন্দোলনের অভিমুখ? সেই বিষয়গুলি নিয়ে সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় জুনিয়র ডাক্তারেরা।

Change Test 3 Change Test 4

কৌস্তব রায় চৌধুরী
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৫০
Share: Save:

১৫ ফেব্রুয়ারি, ২০১৯— ভারতে প্রথম চালু হয়েছিল বন্দে ভারত রেল পরিষেবা। দিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ৪ বছরের মধ্যেই ভারতীয় রেল গোটা দেশে ৩৪টি বন্দে ভারত ট্রেন চালাতে সক্ষম হয়েছে। তার মধ্যে রবিবারই উদ্বোধন হল ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের। এদের মধ্যে দু’টি পাচ্ছে পশ্চিমবঙ্গ। একটি রাঁচী থেকে হাওড়া এবং অন্যটি পটনা থেকে হাওড়া। সপ্তাহে ৬ দিন রাঁচী, পটনা এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত পরিষেবা পাওয়া যাবে। বুধবার দিন এই রুটগুলোতে পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত পরিষেবা দিচ্ছে বন্দে ভারত। তাছাড়াও হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত পাওয়া যাচ্ছে বন্দে ভারত পরিষেবা। নতুন বন্দে ভারতে পটনা-হাওড়া রুটে চেয়ারকারের সর্বনিম্ন ভাড়া ৩৮০ টাকা। এক্সিকিউটিভ কক্ষে সর্বনিম্ন ভাড়া ৭০৫ টাকা। বন্দে ভারতে চেপে চেয়ারকারে পটনা থেকে হাওড়া আসতে খরচ করতে হবে ১,৫০৫ টাকা। আর এক্সিকিউটিভ কক্ষের জন্য একজন যাত্রীকে দিতে হবে ২,৭২৫ টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি সূত্রের খবর, ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদে ৩-৬.৫ শতাংশ ভর্তুকি দেওয়া হতে পারে ওই প্রকল্পে। ২০ বছরের জন্য ঋণগ্রহীতারা ৫০ লক্ষ টাকার কম ধার নিয়ে থাকলে, ভর্তুকির এই সুবিধা পাবেন। গ্রাহকের ঋণ নেওয়া অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে ভর্তুকির টাকা। এই প্রকল্পে শহরাঞ্চলের প্রায় ২৫ লক্ষ মানুষের উপকৃত হওয়ার সম্ভাবনা বলে মনে করা হচ্ছে।

আবাসন মন্ত্রক অবশ্য এই খবরের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ব্যাঙ্কিং মহল সূত্রের খবর, সরকারের সঙ্গে ব্যাঙ্কগুলির শীঘ্রই বৈঠক হতে পারে। ব্যাঙ্কগুলিকে এখনও ঋণ দেওয়ার কোনও লক্ষ্যমাত্রা দেওয়া হয়নি। তবে তাদের একাংশ সম্ভাব্য গ্রাহকদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছে বিশেষ সূত্র।

এই মুহূর্তে খাবার থেকে শুরু করে ওষুধ, নিত্যপ্রয়োজনীয় সমস্ত কিছুর দাম আগের থেকে অনেকটা চড়া। তার উপরে কষ্টেসৃষ্টে ফ্ল্যাট-বাড়ি কিনেছেন, এমন বহু সাধারণ আয়ের মানুষ ঋণের খরচ চালাতে গিয়ে নাস্তানাবুদ হচ্ছেন। একাংশের পক্ষে তা বয়ে নিয়ে যাওয়াই কঠিন হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতে, আয়ের তুলনায় খরচ বেড়ে যাওয়ায় এই শ্রেণির হাতে পুঁজি কমেছে বলেই সাধ্যের আবাসনের (অ্যাফর্ডেবল হাউসিং) বিক্রি মার খাচ্ছে। ক্রেতা মহলের দাবি, মুখে না মানলেও মোদী সরকার বিলক্ষণ জানে, কিছু রাজ্যে আসন্ন বিধানসভা এবং আগামী বছর লোকসভা ভোটের আগে দামের চাপ ক্ষুব্ধ আমজনতাকে তাদের প্রতি বিমুখ করতে পারে।

  • যে কারণে ভোটের আগেই আবাসনে ভর্তুকির সুবিধা আসার সম্ভাবনা আছে।
  • ঠিক যে ভাবে কিছু দিন আগে হাজার টাকা ছাড়িয়ে যাওয়া গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২০০ টাকা কমিয়ে দেওয়া হল।
  • বিরোধীরা অবশ্য অভিযোগ তুলেছিল, গ্যাসের দাম বিপুল বাড়ানোর পরে মাত্র ২০০ টাকা কমিয়ে ভোট বাক্সে ফায়দা তুলতে চাইছে বিজেপি। যা খয়রাতির রাজনীতি ছাড়া কিছুই নয়।
  1. স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদী শহরের ভাড়া বাড়ি, বেআইনি কলোনি কিংবা ঝুপড়িতে বসবাসকারী বাসিন্দাদের নিজের বাড়ির সুযোগ তৈরির জন্য বিশেষ প্রকল্প আনার কথা ঘোষণা করেছিলেন।
  2. অগস্টের শেষে কেন্দ্রীয় আবাসন মন্ত্রী হরদীপ সিংহ পুরী জানান
  3. ওই প্রকল্পের খুঁটিনাটির কাজ চলছে। সেপ্টেম্বরেই তা চালু হওয়ার আশা।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪
Advertisement

Share this article

CLOSE

Follow us on

Download the latest Anandabazar app

Websites

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy