শাহরুখের ছবির নাম শুনেই কাজ ফিরিয়ে দেন, হিট হওয়ার পর অনুশোচনা করেন বলি তারকা
শাহরুখ খানের ছবির নাম ভাল নয়, সে কারণে কাজ করতে রাজি হননি। পরে ছবি হিট হওয়ার পর কম পস্তাতে হয়নি সেই বলি তারকাকে।
কৌস্তব রায় চৌধুরী
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
কথায় রয়েছে, ‘নামে কী আসে যায়?’ কিন্তু নামের মধ্যেই যে সব লুকিয়ে রয়েছে এমনটাই যেন আভাস দিয়েছিলেন এক বলি তারকা। শাহরুখ খানের ছবির স্রেফ নাম ভাল নয়, সে কারণে কাজ করতে রাজি হননি। পরে ছবি হিট হওয়ার পর কম পস্তাতে হয়নি সেই বলি তারকাকে।
০২০৫
বলিপাড়ায় পরিচালনার ক্ষেত্রে তখন হাতেখড়ি হচ্ছিল কর্ণ জোহরের। প্রথম ছবির নায়ক হিসাবে বেছে নিয়েছিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখকে। কিন্তু এই ছবির নাম শুনেই মুখ বেঁকিয়েছিলেন বলিপাড়ার অন্য এক তারকা।
০৩০৫
চলতি বছরের অক্টোবর মাসে ২৫ বছরে পা দিতে চলেছে কর্ণ পরিচালিত প্রথম ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। সে ছবির সঙ্গে জড়িত নানা কাহিনি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন কর্ণ।
০৪০৫
কিন্তু কর্ণের প্রস্তাবে রাজি হননি জাভেদ। কর্ণের দাবি, প্রস্তাব খারিজ করার কারণ জানতে চাওয়া হলে জাভেদ জানান, তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির জন্য কোনও গান লিখতে পারবেন না। কারণ ছবির নামই তাঁর পছন্দ হয়নি।
০৫০৫
জাভেদের সঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশ করলে কর্ণকে গীতিকার আশ্বাস দেন যে তিনি ভবিষ্যতে কর্ণের সঙ্গে অবশ্যই কাজ করবেন। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির গান নিয়ে কাজ করতে রাজি নন তিনি।