
চলতি বছরের সাত মাস কেটে গিয়েছে। বিগত সাত মাসে প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ছবি এবং ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছে। তবে অগস্ট মাস যেন ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে চলেছে। সুস্মিতা সেন, আলিয়া ভট্টের মতো বলিপাড়ার নামকরা তারকা থেকে দক্ষিণী ফিল্মজগতের অভিনেতা দুলকির সলমন সকলকেই দেখা যাবে ওটিটি-র পর্দায়।